জাকেরের আউটের চেয়ে নিজের ক্র্যাম্পকে বেশি দুর্ভাগ্যের মানছেন হৃদয়

ছবি: পায়ে ক্র্যাম্প হওয়ায় মাটিতে লুটিয়ে পড়েছেন তাওহীদ হৃদয়, আইসিসি

রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব কিংবা অক্ষরদের যখন উইকেট নিতে পারছিলেন না তখন ত্রাতা হয়ে আসেন শামি। ডানহাতি পেসারের স্লোয়ার ডেলিভারিতে টাইমিংয়ে গড়বড় করে উইকেট দিয়ে গেছেন ৬৮ রানের ইনিংস খেলা জাকের। সেঞ্চুরির কাছে গিয়ে পায়ে টান খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন হৃদয়। শেষের দিকে যখন রান বাড়িয়ে নেবেন তখনই ক্র্যাম্প বাঁধা হয়ে আসে তার জন্য।
তামিমের ব্যর্থতার দিনে মোহামেডানকে জেতালেন হৃদয়-অঙ্কন
৬ মার্চ ২৫
পাশের পেশিতে টান খাওয়ায় ঠিকঠাক সিঙ্গেল নিতে পারছিলেন ডানহাতি এই ব্যাটার। খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিলেও সেটা পরিস্থিতির চাহিদা মেটায়নি। বেশ কয়েকবার মাঠে ফিজিও এসেছেন এবং প্রাথমিক চিকিৎসাও দিয়েছেন। তবে তা খুব বেশি কাজে দেয়নি। শেষ পর্যন্ত সেঞ্চুরি করে থামতে হয় হৃদয়কে। তরুণ এই ব্যাটার মনে করেন, জাকেরের আউটের চেয়ে তার পায়ে যদি ক্র্যাম্প না হতো তাহলে আরও অন্তত ২০-৩০টা রান বেশি করতে পারতেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে হৃদয় বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়েছে আমার ক্র্যাম্পিংটা (দুর্ভাগ্যের)। ওই সময় যদি আমি ঠিকঠাক থাকতাম তাহলে হয়তবা আরও ২০-৩০টা রান বেশি করতে পারতাম।’

৩৫ রানে ৫ উইকেট হারানোর পর ১৫৪ রানের জুটি গড়ে তোলেন হৃদয় ও জাকের। ষষ্ঠ উইকেটে রেকর্ড জুটিও গড়েছেন তারা। হৃদয় মনে করেন, তাদের দুজনের কেউ একজন যদি ভালোভাবে শেষ করতে পারতেন তাহলে ২৬০-২৭০ রান করতে পারতেন। এমনটা হলে ম্যাচের ফল ভিন্ন কিছু হতে পারতো বলে ধারণা ডানহাতি এই ব্যাটারের। সেই সঙ্গে ৩০-৪০ রান কম করার আক্ষেপ করেছেন তিনি।
কলকাতার নতুন সহকারী কোচ গিবসন
৮ মার্চ ২৫
হৃদয় বলেন, ‘দ্রুত উইকেট হারানোর পরও আমরা যেভাবে কামব্যাক করেছি আমি আর জাকের। হয়তবা দুজনের ভেতর একজন যদি আরও খুব ভালোভাবে শেষ করতে পারতাম দেখা যেতো ২৬০-২৭০ রান হতো। তখন খেলার পরিস্থিতিটা ভিন্ন হতো। ওরা রান তাড়া করেছে মনে হয় ৪৭ ওভারে (৪৬.৩)। সুতরাং উইকেটটা এত সহজ ছিল না। আমার কাছে মনে হয় ৩০-৪০ টা রান কম করেছি।’
১১৮ বলে ১০০ রানের ইনিংস খেলা হৃদয় নিশ্চিত করেছেন দলের সবার পরিকল্পনা ছিল টস জিতলে আগে ব্যাটিং নেবেন। তিনি বলেন, ‘আমি আগেও এই প্রশ্নের উত্তর দিয়েছি, টস জিতলে আমরা কী করব সেটা নিয়ে একেবারে পরিষ্কার ছিলাম। আমাদের পুরো দলের ব্যাটিং করার ই পরিকল্পনা ছিল। শুধুমাত্র শুরুতে আমাদের কয়েকটা উইকেট পড়েছে এজন্য এই জিনিসটা হয়েছে।’