ক্যাচ ছাড়ার হার সবচেয়ে বেশি টাইগারদের!

ছবি:

২০১৭ সালে খেলা মোট ৪৭টি টেস্ট ম্যাচে মোট উইকেট পড়েছে ১৫০২টি। তার মধ্যে ক্যাচ আউটের সংখ্যা ছিলো ৯১৮টি। আর ক্যাচ মিসের সংখ্যা ১৯৮টি।
৯১৮ টি ক্যাচের মধ্যে ৬১ টি ক্যাচ ধরেছে টাইগাররা। উইকেটরক্ষক হিসেবে বিভিন্ন ম্যাচে দায়িত্ব পালন করা মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, লিটন কুমার দাস ও নুরুল হাসান সোহান মোট ২৫টি ক্যাচ লুফে নিয়েছেন।
আর দলের বাকি ফিল্ডাররা নিতে পেরেছেন ৩৬টি। তারপরেও মোট ক্যাচ ড্রপের লজ্জার তালিকাটি এড়াতে পারেনি টাইগাররা। ২৫ টি ক্যাচ মিস করে গেলো বছরে (২০১৭ সাল) সবচেয়ে বেশি ক্যাচ মিস করা দেশের তালিকায় তৃতীয়তে বাংলাদেশ।

সবচেয়ে বেশি ক্যাচ মিস করেছেন অবশ্য ভারতের ফিল্ডাররা। ১১ টি ম্যাচে তাদের হাত ফসকেছে ৩১টি ক্যাচ। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ২৬টি ক্যাচ ছেড়েছেন ক্যারিবিয়ানরা। এরপরেই ২৫ ক্যাচ মিস করা বাংলাদেশ।
তবে এই তালিকায় তৃতীয়তে থাকলেও ২৯.১০ শতাংশ ক্যাচ মিস করে ক্যাচ মিসের হারে সবার উপরে আছে বাংলাদেশ। তালিকায় তাদের নিচেই সবচেয়ে কম (৩০টি) ক্যাচ নেওয়া জিম্বাবুয়ে। এছাড়া গেলো বছরে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছে দক্ষিণ আফ্রিকা (১৩৯টি)।
ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ