'সাংগঠনিক দক্ষতার কারণেই আইসিসিতে সফল বাংলাদেশ'

ছবি:

মাঠের ক্রিকেটে টাইগাররা এখন বেশ শক্তিশালী দল। খেলায় উন্নতির পাশাপাশি মাঠের বাইরে ক্রিকেট কূটনীতিতেও এগিয়েছে বাংলাদেশ। এর প্রতিফলন হয়েছে সবশেষ ঘোষিত আইসিসির ভবিষ্যৎ ক্রিকেট সূচিতে (এফটিপি)। এমনটাই মনে করেন বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
আইসিসির প্রকাশিত নতুন সূচিতে বেশি ম্যাচ পাওয়ায়, বিদেশের মাটিতে টাইগারদের বাজে পারফরম্যান্সের দুর্নাম ঘোচাতে কাজে দেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। এদিকে বিপিএলে পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনার কথাও জানিয়েছেন সুজন।
সুজন মনে করেন সাংগঠনিক দক্ষতার কারণেই বাংলাদেশ বেশ শক্ত একটা অবস্থান পেয়েছে আইসিসিতে। আইসিসিতে বিসিবির লড়াইয়ের কথাও বেশ জোড় দিয়ে বলেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

এই প্রসঙ্গে তিনি বলেন, 'প্রতিটি মিটিংয়ে আমরা আমাদের খেলা বাড়ানোর কথা বলেছি। নাহলে আমাদের ক্রিকেটের উন্নতি হচ্ছে না। এটা তো অবশ্যই, সাংগঠনিক দক্ষতা ছাড়া তো হয়না। এফটিপির একটা ব্যাপার থাকে যে, কাকে কতটা ম্যাচ দিবে কিন্তু আমার মনে হয় সাংগঠনিক দক্ষতা তো অবশ্যই ছিলো যারা আমাদের জন্য আইসিসিতে ফাইট করতে যায়।'
দেশের বাইরে টাইগারদের পারফরমেন্স বরাবরই হতাশাজনক। এইতো কয়েকদিন আগেও দক্ষিণ আফ্রিকায় তিন ফরম্যাটের ক্রিকেটেই ব্যর্থ হয়েছে টাইগাররা। তবে, আইসিসির নতুন সূচি এবার আশাবাদী করছে বিসিবিকে। কারণ দেশের বাইরে বেশি খেললে সেখানে উন্নতি করা সম্ভব।
খালেদ মাহমুদের ভাষ্যমতে, 'আমাদের এটা ভুল প্রমাণ করতে হবে যে, দেশের বাইরে আমরা ভালো খেলতে পারিনা। এবার যখন দেশের বাইরে অনেক বেশি ক্রিকেট খেলবো তখন আমার মনে হয় এদিকটাতে আমরা উন্নতি করতে পারবো।'
এদিকে বিপিএলের এবারের আসরে স্থানীয় ক্রিকেটারদের পারফরমেন্স ছিল অসাধারণ। এই টুর্নামেন্টে ভালো করা ক্রিকেটারদের নিয়ে ভাবছে বিসিবিও। বেশ কয়েকজনের পারফরমেন্সের প্রশংসাও করেছেন খালেদ মাহমুদ সুজন, 'অনেক ছেলেই ভালো করেছে। তাদর ট্যালেন্ট আছে। ফাস্ট বোলার আবু জায়েদ রাহির কথা বলতেই হবে। ভালো বল করেছে স্থানীয়দের মধ্যে। সবাই প্রথম লিস্টে আছে।'