ভারতকে ৬ উইকেটে হারালো টাইগাররা

ছবি:

প্রথম বারের মতো হুইলচেয়ার ক্রিকেটাররা ত্রিদেশীয় সিরিজে মাঠে নেমেছেন। শুক্রবার বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারতীয় হুইলচেয়ার দলকে।
এই সিরিজের আয়োজন করেছে নেপাল।আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে ভারতীয় হুইলচেয়ার দল। বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট দখল করেন মোরশেদ।

২ টি উইকেট নিয়েছেন রিপন আর একটি উইকেট নিজের ঝুলিতে নিয়েছেন রাজন।জবাবে, ১৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মদ মহসিনের অর্ধশতকে ৬ উইকেটের বড় জয় পায় টাইগাররা।
মহসিনের ব্যাট থেকে এসেছে বাংলাদেশ দলের ব্যক্তিগত সর্বোচ্চ ৫১ রান। নির্ধারিত ২০ ওভারের ১৯ বল বাকি থাকতেই এই জয় পেয়েছে বাংলাদেশ হুইলচেয়ার দল। টপ অর্ডার ব্যাটসম্যান মিথুনের ব্যাট থেকে এসেছে ২৫ রান।
আর ১৮ রান এসেছে উজ্জ্বলের ব্যাট থেকে। তবে, জয়ের ভিত গড়ে দিয়েছেন টাইগার দলপতি মহসিনই। গত ১৩ ডিসেম্বর এই ত্রিদেশীয় সিরিজে অংশ নেয়ার জন্য ২০ সদস্যের বাংলাদেশ হুইলচেয়ার দল দেশ ছাড়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দূর্জয় টাইগারদের এই হুইলচেয়ার দলের পৃষ্ঠপোষকতা করেছেন। সাধারণত, হুইলচেয়ার দল গড়া হয় শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়দের নিয়ে।