বিসিবির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে বিপিএল-৬

ছবি:

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) আসরের সম্প্রচার নিয়ে বেশ বড় ধরণের প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলকে। কেননা পুরো টুর্নামেন্ট জুড়েই নিম্নমানের ধারাভাষ্য এবং সম্প্রচারের নজির দেখা গেছে।
বিশেষ করে অনভিজ্ঞ এবং ক্রিকেট সম্পর্কে খুব কম জ্ঞান থাকা নারী উপস্থাপকদের দিয়ে বিপিএল পরিচালনা করায় অনেক বিব্রত অবস্থারও সম্মুখীন হতে হয়েছে ক্রিকেটার এবং দর্শকদের। এছাড়া ধারাভাষ্যেও তেমন একটা প্রাণ নিয়ে আসতে পারেননি কেউই।

আর এই কারণে বিপিএল শেষেও এই নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে হয়েছে গভরনিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিককে। বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে মল্লিক নিজেও স্বীকার করেছেন সম্প্রচার নিয়ে অসন্তুষ্টির কথা।
যদিও সফলভাবে টুর্নামেন্টটি শেষ করতে পারায় খুশি তিনি। মল্লিক বলেন, 'আমরা বিপিএলের সম্প্রচার নিয়ে সন্তুষ্ট নই অবশ্যই। তবে কিছু ভুলত্রুটি থাকার পরেও আমরা টুর্নামেন্টটি সাফল্যের সাথে শেষ করতে পেরেছি।'তবে সম্প্রচার এবং ধারাভাষ্য নিয়ে সমস্যাগুলো আগামী আসরে কাটিয়ে উঠতে বদ্ধপরিকর মল্লিক।
তিনি জানিয়েছেন আগামী বছর থেকে বিপিএল বিসিবির পরিচালনায় অনুষ্ঠিত হবে বিধায় আর কোনও সমস্যা থাকছে না। বিসিবির এই পরিচালকের ভাষ্যমতে, আমরা আগামী টুর্নামেন্ট থেকে আরো ভালো সম্প্রচার পাওয়ার আশা করছি। আমরা আগামী বছর থেকে আমাদের নিজেদের হাতে প্রডাকশনটি রাখার বিষয় নিয়ে আলোচনা করেছি।'