'বিশ্বাস ছিল, মাশরাফি পারবে'

ছবি:

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) প্রথমবারের মতো শিরোপা জয় করেছে রংপুর রাইডার্স। ফাইনালে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দলটি।
আর মাশরাফির উপরে বিশ্বাস থাকার কারণেই তাকে দলটির অধিনায়ক বানানো হয়েছে বলে জানিয়েছেন রংপুর রাইডার্সের উপদেষ্টা এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। মাশরাফির কথা বলতে গিয়ে সময় টিভিকে তিনি জানিয়েছেন,

"টি-টুয়েন্টি ক্রিকেটে অধিনায়কের বেশ বড় ধরণের ভূমিকা থাকে। সেটা বারবারই প্রমাণ করেছে মাশরাফি, যে সে-ই একজন যোগ্য নেতা। আমাদের মাশরাফির উপরে সেরকম আত্মবিশ্বাস ছিল বলেই আমরা মাশরাফিকে নিয়েছি।"
একইসাথে ট্রফি নিয়ে রংপুর যাওয়ার কথাও শোনা যাচ্ছিলো গত দুইদিন। দলের উপদেষ্টা নিশ্চিত করেন বিষয়টি। "রংপুরের নাম যেহেতু ফ্রেঞ্চাইজি ব্যবহার করেছে, আমার মনে হয় শুধু ট্রফি নিয়ে সেখানে যাওয়া না, আরও ভালো কিছু করার চেষ্টা থাকবে ফ্রেঞ্চাইজির।"
এদিকে আগামী আসরগুলোতে আরও নতুন নতুন কয়েকজন ক্রিকেটারকে নিজেদের দলের ভেড়াতে চায় রংপুর রাইডার্স। দলের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক জানিয়েছেন,
"ম্যাককালাম-মালিঙ্গা এদের মতো বড় বড় ক্রিকেটার আমরা মানুষজনকে উপহার দিয়েছি। চেষ্টা করবো আরও ভালো ভালো ক্রিকেটার উপহার দেওয়ার। আশা করি পারবো।"