দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে

ছবি: বাংলাদেশে আসার পর ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটারদের, ক্রিকফ্রেঞ্জি

চোট কাটিয়ে জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরেছেন উইলিয়ামস। ছুটি কাটিয়ে বাংলাদেশে এসেছেন আরভিনও। অভিজ্ঞ দুই ক্রিকেটার আরভিন ও উইলিয়ামসের পাশাপাশি বাংলাদেশ সফরে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজাকে। তরুণ পেসার নিউম্যান নিয়ামুরির বদলে সুযোগ পেয়েছেন তিনি। সব মিলিয়ে ১৫ সদস্যের দল নিয়ে বাংলাদেশে দুই টেস্ট খেলতে এসেছে জিম্বাবুয়ে।
অধিনায়ক হতে রাজী থাকলেও আপাতত শান্তকে সাপোর্ট করতে চান মিরাজ
১১ এপ্রিল ২৫
চলতি বছরের ফেব্রুয়ারিতে হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ থেকে স্কোয়াডে তিনটা পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। উইকেটকিপার ব্যাটার জয়লর্ড গুম্বির জায়গায় সুযোগ পেয়েছেন আরেক উইকেটকিপার ব্যাটার টাফাডজোয়া সিগা। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হওয়া সিগা টেস্ট দলে ফিরেছেন প্রায় দুই বছর পর।

সবশেষ ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের প্রথম পেসার হিসেবে টেস্টের এক ইনিংসে ৭ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন ব্লেসিং মুজারাবানি। ডানহাতি পেসার নেতৃত্ব দেবেন জিম্বাবুয়ের পেস ইউনিটকে। মুজারাবানির সঙ্গে দেখা যাবে বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভাকে। একমাত্র আনক্যাপড ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।
ডিপিএল সুপার লিগের প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ
৯ ঘন্টা আগে
২০২৪ সালে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে গেলেও লম্বা সময় পর বাংলাদেশে টেস্ট খেলতে আসছে জিম্বাবুয়ে। সবশেষ ২০২০ সালে বাংলাদেশে টেস্ট খেলেছিল তারা। যদিও সেবার ইনিংস ও ১০৬ রানে হেরেছিল সফরকারীরা। আগামী ২০ এপ্রিল থেকে সিলেট হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে চট্টগ্রামে ২৮ এপ্রিল থেকে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে ১৩ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ। যেখানে ক্যাম্পের প্রথম দিন উপস্থিত ছিলেন ১০ ক্রিকেটার। ডিপিএল খেলে পরদিন যোগ দিয়েছেন স্কোয়াডে থাকা বাকি ৫ ক্রিকেটার। প্রথম দিন থেকেই ক্যাম্পে আছেন ফিল সিমন্স, মোহাম্মদ সালাহউদ্দিন, জেমস প্যামেন্ট, আন্দ্রে অ্যাডামসরা।