promotional_ad

বিশ্বকাপ সমীকরণে নজর নেই, বিদেশে সিরিজ জিততে চান জ্যোতি

দারুণ ইনিংস খেলার পথে নিগার সুলতানা জ্যোতি, ফাইল ফটো
ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের শেষ ম্যাচে হারালেই ২০২৫ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। তবে এসব সমীকরণে নজর নেই নিগার সুলতানা জ্যোতির। আপাতত বিদেশে সিরিজ জিততে মুখিয়ে আছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।

promotional_ad

দেশের বাইরে একটি সিরিজ অবশ্য বাংলাদেশ আগেও জিতেছে। ২০২১ সালে জিম্বাবুয়েকে তাদেরই মাটিতে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে প্রতিষ্ঠিত কোনো দলকে এখনও তাদের মাঠে সিরিজ হারাতে পারেনি বাঘিনীরা।


আরো পড়ুন

নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে

৬ ঘন্টা আগে
আইসিসি

ক্যারিবিয়ানদের দ্বিতীয় ওয়ানডেতে হারানোর পর বিসিবির ভিডিওবার্তায় জ্যোতি বলেন, 'সমীকরণের চিন্তা এখনও করছি না। প্রথম ম্যাচ হারার এক দিন পরই দল এভাবে ঘুরে দাঁড়াল, এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। দুটি পয়েন্ট গুরুত্বপূর্ণ ছিল। মোমেন্টাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দল সেটা পেয়েছে।


'শেষ ম্যাচে আমাদের চেষ্টা এটাই থাকবে। সিরিজ জয়ের একটা চেষ্টা থাকবে। দেশের বাইরে আমরা কখনও সিরিজ জিততে পারিনি। অর্জন করতে পারলে আমাদের দলের জন্য অনেক বড় একটা মাইলফলক হয়ে থাকবে।'


promotional_ad

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে জ্যোতির ১২০ বলে খেলা ৬৮ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ করে ৪৮.৫ ওভারে ১৮৪ রান। স্বল্প পুঁজি নিয়েই অসাধারণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১২৪ রানে অলআউট করে বাংলাদেশ। মূলত নিজেদের বোলিং সামর্থ্যে পুরোপুরি বিশ্বাস রাখে বাংলাদেশ।


আরো পড়ুন

বাংলাদেশ-জিম্বাবুয়েকে একই কাতারে রাখছেন উইলিয়ামস

১৬ মিনিট আগে
সংবাদ সম্মেলনে শন উইলিয়ামস, ক্রিকফ্রেঞ্জি

জ্যোতি আরও বলেন, 'প্রথমত, আমি মনে করি যে, দলের বিশ্বাস ছিল। যদিও রানটা অনেক কম ছিল। এসব উইকেটে দুইশর বেশি রান না করলে বোলারদের জন্য কাজটা অনেক কঠিন। তবে আমরা যখন মাঠে নামি, এর আগেই বলছিলাম যে, সবাই যেন জয়ের বিশ্বাস রাখি। কারণ, আমরা যদি জায়গায় বল রাখতে পারি, পরিকল্পনা অনুযায়ী সময়মতো উইকেট নিতে পারি, তাহলে (জেতা) সম্ভব।'


'আমাদের পরিকল্পনা ছিল আগে বল করার। টসে হেরে যখন ব্যাটিংয়ে গেছি, যেহেতু ভালো ট্র্যাক, আমাদের লক্ষ্য ছিল দুইশর বেশি রান। সেটা আমরা পারিনি। আমি চেষ্টা করেছি, নিজের ধরনের বাইরে গিয়ে অনেক বেশি বল খেলতে এবং থিতু হতে। এখন দিনশেষে মনে হচ্ছে, রানগুলি অনেক গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য এবং দলের জন্য অবদান রাখতে পেরে আমি অনেক বেশি খুশি।'


এই ম্যাচে অসাধারণ ফিল্ডিং করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডারদের শরীরী ভাষাও ছিল দেখার মতো। আগ্রাসী মনোভাবের সঙ্গে স্কিল দেখিয়ে ক্যারিবিয়ানদের রানের চাকা আটকে রাখে বাংলাদেশ।


জ্যোতি আরও বলেন, 'প্রতিটি বোলার, প্রতিটি ফিল্ডার যেভাবে ১১০ ভাগ দিয়েছে এবং চেষ্টা করেছে, সেটা অসাধারণ ছিল। সবার চেষ্টায় এরকম একটা জয় সম্ভব হয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball