promotional_ad

লিটন-সাকিবকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জেতা বাংলাদেশ দল, ফাইল ফটো
অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ। এই দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। অবসর নিয়ে ফেলায় তামিম ইকবাল আলোচনাতেই নেই। বোলিংয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়া সাকিব আল হাসানও স্কোয়াডে নেই।

promotional_ad

শেষ এক বছরে লিটন দাসের ব্যাট হাসেনি তেমন। সাদা বলের ক্রিকেটে তার ফিফটি মোটে একটা। সেই ফিফটি নিয়েও আছে বেশ সমালোচনা। আফগানিস্তানের বিপক্ষে সেদিন ইনিংসের আদ্যন্ত ব্যাট করলেও দল জেতেনি, ম্যাচটা হেরে সেমিফাইনালের আশাও শেষ হয়ে যায়।


আরো পড়ুন

বাংলাদেশ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

৯ জানুয়ারি ২৫
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিগার সুলতানা জ্যোতি (বামে) ও হেইলি ম্যাথিউস (ডানে)

চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ানডে ফরম্যাটে। সেই ফরম্যাটে আরও বিবর্ণ লিটন। ৫ ইনিংস ব্যাট করে করেছেন মোটে ৬ রান। বিপিএলেও খারাপ ফর্ম যাচ্ছিল তার। সবশেষ ম্যাচে যদিও ৭৩ রানের ইনিংস খেলে দলকে বড় রান এনে দিয়েছিলেন। তবে তার আগে টানা তিন ইনিংসে তিনি আউট হয়েছেন এক অঙ্কে।


গেল বছরে লিটনের ব্যাট তেমন কথা বলেনি। সাদা বলের ক্রিকেটে তার হাফ সেঞ্চুরি মোটে একটি। আফগানিস্তানের বিপক্ষে সেদিন ইনিংসের আদ্যন্ত ব্যাট করে লিটন হাফ সেঞ্চুরি করলেও দল জেতেনি, ম্যাচটা হেরে সেমিফাইনালের আশাও শেষ হয়ে যায়।



promotional_ad

এদিকে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্কোয়াডে থাকলেও খুব একটা খেলা হয়নি ইমনের। একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেন ৩৯ রান। এবার বড় মঞ্চে খেলার সুযোগ পেতে পারেন তরুণ তুর্কি। ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ইমনের ওয়ানডে দলে অভিষেকই হয়নি। 


আরো পড়ুন

লিটন-রিশাদ-নাহিদকে নিয়ে কেমন হলো পিএসএলের ৬ দলের স্কোয়াড

১৩ জানুয়ারি ২৫
নাহিদ রানা (বামে), লিটন দাস (মাঝে) ও রিশাদ হোসেন (ডানে), ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশের দেশের ক্রিকেট থেকে সাকিব অধ্যায় একরকম শেষই হয়ে গিয়েছিল ভারত সফরের মধ্য দিয়ে। জাতীয় দলের নির্বাচকরা এখন তাকে নিয়ে চিন্তাও করেন না। বাঁহাতি এ অলরাউন্ডারকে দলে না রাখা নিয়ে যেটুকু বিতর্কের সম্ভাবনা ছিল, তাও শেষ হয়ে গেছে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে।


তবুও আলোচনায় ছিলেন সাকিব, এবার আনুষ্ঠানিকভাবে নামকাটা গেল তার। পাশাপাশি তামিমকে নিয়েও ছিল ধোঁয়াশা। অবসর না নিলে তামিম এই স্কোয়াডে থাকতেন কিনা সেটা নিয়েও ছিল প্রশ্ন। তবে অবসর নিয়ে সব ধরনের ধোঁয়াশা দূর করলেন তামিম নিজেই।



ঘোষিত স্কোয়াডে পেসার হিসেবে বাংলাদেশ দলে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিদ হাসান সাকিব। জায়গা হয়নি হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে লেগস্পিনার রিশাদ হোসেনও দলে আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দেওয়ার পরেও টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত পরিবর্তনের সুযোগ পাচ্ছে দলগুলো।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball