বাংলাদেশ - সাউথ আফ্রিকা সিরিজ

‘একজন খেলোয়াড় তো ৫০ বছর খেলবেন না’, সাকিবকে নিয়ে তাইজুল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:25 সোমবার, 21 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্টে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার তাইজুল ইসলাম। তবে ক্যারিয়ারের প্রায় পুরোটা জুড়েই সাকিব আল হাসানের ছায়া হয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। পাকিস্তানে দুই টেস্ট এবং ভারত সফরে একটিতে খেলার সুযোগ মেলেনি তার। দেশের বাইরে বেশিরভাগ সময়ই একাদশের বাইরে থাকতে হয় তাইজুলকে। তবে সাকিবের অবসরে বাংলাদেশের স্পিন বিভাগের নেতা হওয়ার সুযোগ এসেছে তাইজুলের কাঁধে। 

সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে দেশেই আসতে পারেননি সাকিব। একাদশে তিন স্পিনারে তাইজুলের সঙ্গী মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান। প্রোটিয়াদের পেসাররা দাপট দেখালেও বাংলাদেশের হয়ে বোলিংয়ে কাজটা সেরেছেন তাইজুল। ৬ উইকেটের পাঁচটিই নিয়েছেন বাঁহাতি স্পিনার।

সুযোগ পেলেই নিজেকে মেলে ধরা তাইজুলের কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিব না থাকায় নিজেকে মেলে ধরাটা সহজ হয়েছে কিনা। এমন প্রশ্নের জবাবে বাঁহাতি স্পিনার মনে করিয়ে দিয়েছেন সাকিব থাকাকালীন তার পারফরম্যান্সের কথাও। সেই সঙ্গে সাকিবকে নিয়ে তাইজুল জানান, কেউ তো ৫০ বছর খেলবেন না। এমনকি তারকা অলরাউন্ডারকে ছাড়া খেলা নতুন কিছু নয় বলেও মনে করিয়ে দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তাইজুল বলেন, 'প্রথম প্রশ্ন হচ্ছে আপনার সাকিব ভাই নাই তাই তো। সাকিব ভাই নাই, সাকিব ভাই ছাড়া যে আমি খেলি নাই তা তো না। আমি থাকা পর্যন্ত অনেক ম্যাচ সাকিব ভাই ছাড়া খেলছি। আমরা নিউজিল্যান্ডে টেস্ট জিতছি, সাকিব ভাই ছিল না, আমরা যখন নিউজিল্যান্ডের সঙ্গে এখানে ম্যাচ জিতছি; সাকিব ভাই ছিল না। এরকম অনেক উদাহরণ আছে। আসলে আপনি তো একটা খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না।'

সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশে আরও আসবে সেই প্রত্যাশা করে তাইজুল বলেছেন, 'কখনো একজন আসবে, একজন যাবে। ১০ বছর, ১৫ বছর, খুব বেশি হলে ২০ বছর; এটা আমাদের মেনে নিতেই হবে। আসলে কোনো সন্দেহ নেই উনি অনেক ভালো খেলোয়াড় ছিল। কিন্তু আমরাও দোয়া করবো, আপনারাও দোয়া করবেন উনার মতো যেন আরেকজন আসে বা এখন যারা আছে তারাও যেন ভালো পারফরম্যান্স করে।'

বিদেশের মাটিতে তাইজুলের খেলার সুযোগ কমই আসত। কারণ বাঁহাতি স্পিনার হিসেবে প্রাধান্য বেশি পেতেন সাকিবই। তার ব্যাটিংটাও বিদেশের মাটিতে রাখতে পারত বড় ভূমিকা। তবে সাকিব না থাকায় দেশে বিদেশে তাইজুলের নিজেকে অপরিহার্য্য করে তোলার সুযোগ রয়েছে।

তাইজুল অবশ্য এসব ভাবছেন না। সুযোগ পেলে পারফর্ম করতে চান সেটা বোঝা গেল তার এই কথায়, 'আসলে সাকিব ভাই থাকলেও আমি সাকিব ভাইয়ের কারণে উইকেট পেয়েছি, সাকিব ভাই না থাকলেও তার কারণে উইকেট পেয়েছি। বিষয়টা হয়ে গেছে এমন।'