promotional_ad

বিশ্বকাপ শেষ স্কটল্যান্ডের, শীর্ষে সাউথ আফ্রিকা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লরা উলভার্ট, তাজমিন ব্রিটস মিলে সাউথ আফ্রিকার শুরুর কাজটা করে দিলেন। দুজনের কেউই অবশ্য হাফ সেঞ্চুরির দেখা পেলেন না। ২৪ বলে ৪৩ রানের ক্যামিও খেলা মারিজান কাপও হাঁটলেন একই পথে। উলভার্ট, ব্রিটস এবং কাপের ব্যাটে ১৬৬ রানের পুঁজি পায় সাউথ আফ্রিকা। বড় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৮৬ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার বিপক্ষে হারের প্রথম দল হিসেবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর থেকে বিদায় নিয়েছে স্কটিশরা।


দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জয়ের জন্য ১৬৭ রান তাড়ায় ইনিংসের তৃতীয় ওভারে উইকেট হারায় স্কটল্যান্ড। ক্লো ট্রায়নের লেংথ ডেলিভারিতে লেগ সাইডে খেলার চেষ্টায় লিডিং এজ হয়ে বোলারের হাতে ক্যাচ দিয়েছেন সারাহ ব্রেইস। পরের ওভারে সাসকিয়া হরলির উইকেট হারায় তারা। আয়াবোঙ্গা খাকার অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে এক্সট্রা কভার দিয়ে খেলার চেষ্টায় ব্রিটসের হাতে ক্যাচ দিয়েছেন।


promotional_ad

পাওয়ার প্লেতে শেষ হওয়ার আগে ক্যাথরিন ব্রেইসও আউট হয়েছেন। ট্রায়নের মিডল স্টাস্প বরাবর লেংথ ডেলিভারিতে ক্যাচ দিয়েছেন বোলারের হাতে। অনেকটা বোন সারাহর মতো করে নিজের উইকেট দিয়েছেন ক্যাথরিন। তাতে বড় লক্ষ্য তাড়ায় প্রথম ওভারে ৩৪ রান তুলতে ৩ উইকেট হারায় স্কটল্যান্ড। পরের ওভারে নাদিনে ডি ক্লার্কের বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়েছেন আলিসা লিস্টার প্রিয়ানাজ।


নিয়মিত বিরতিতে সাজঘরে ফিরেছেন ডার্সি কার্টার, লর্না জ্যাক-ব্রাউন, র‌্যাচেল স্লাটার, ক্যাথরিন ফ্রেজাররা। শেষ পর্যন্ত স্কটিশরা অল আউট হয়েছে মাত্র ৮৬ রানে। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ট্রায়ন এবং ডি ক্লার্ক। তিনটি উইকেট পেয়েছেন ননকুলুলেকো মালাবা। এদিকে স্কটল্যান্ডকে ৮০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সাউথ আফ্রিকা।


এর আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান করেছে সাউথ আফ্রিকা। তাদের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন ব্রিটস এবং কাপ। এ ছাড়া ৪০ রান এসেছে অধিনায়ক উলভার্টের ব্যাট থেকে। স্কটল্যান্ডের হয়ে একটি করে উইকেট পেয়েছেন স্ল্যাটার, ক্যাথরিন, ওলিভিয়া বেল, ফ্রেজার এবং কার্টার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball