ভারত ফাইনালে উঠলে বদলে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এরই মধ্যে এই টুর্নামেন্টের খসড়া সূচিও চূড়ান্ত করে ফেলেছে আয়োজকরা। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী ১৯ ফেব্রুয়ারি।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনটি ভেন্যুও চূড়ান্ত করেছে। লাহোরে আগামী ৯ মার্চ হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। তবে ভারত যদি ফাইনালে জায়গা করে নেয় তাহলে ফাইনালের ভেন্যু বদলে যেতে পারে। সেক্ষেত্রে ফাইনাল নিয়ে যাওয়া হতে পারে দুবাইতে।
ভারত এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তারা অপেক্ষায় আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি অবশ্য আশাবাদী সব দলের অংশগ্রহণেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
তিনি মনে করেন ভারতীয় দলের পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসা উচিত। তিনি বলেছিলেন, 'আমরা আত্মবিশ্বাসী সব দলের অংশগ্রহনে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করব। ভারতীয় দলের (চ্যাম্পিয়ন ট্রফি খেলতে) আসা উচিত।'
ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো ও সেমিফাইনাল ম্যাচও আবুধাবি বা শারজাহতে আয়োজনের আলোচনা চলছে আইসিসির উপরের মহলে। আইসিসি এখনও পাকিস্তানকে ভেন্যু পরিবর্তনের ব্যাপারে কিছুই জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। তবে এই বিষয়টি উড়িয়ে দিয়েছেন পিসিবির এক মুখপাত্র।
তিনি স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল পাকিস্তান থেকে সরবে-এমন প্রতিবেদনের সত্যি কোনো ভিত্তি নেই। টুর্নামেন্ট সামনে রেখে সব রকম নিরাপত্তা নিশ্চিতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমরা আশাবাদী যে পাকিস্তানে স্মরণীয় এক টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব।’
২০০৮ সালের পর থেকে ভারত দল পাকিস্তান সফর করেনি। ২০১২-১৩ সালের পর থেকে থেকে বন্ধ রয়েছে দুই দলের দ্বিপাক্ষিক সিরিজও। ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তবে ভারতের আপত্তির কারণে সেই টুর্নামেন্ট আয়োজন হয়েছিল হাইব্রিড মডেলে। ফলে ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে।