ভারতের বিপক্ষে প্রথম টেস্টে থাকছেন না উইলিয়ামসন
ছবি:
|| ডেস্ক রিপোর্ট ||
চলতি মাসেই ভারত সফরে যাবে নিউজিল্যান্ড। রোহিত শর্মার দলের তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউইরা। তবে গুরুত্বপূর্ণ এই সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না কেন উইলিয়ামসন। কুঁচকির চোটের কারণে সিরিজের পরের টেস্টগুলোতেও খানিকটা অনিশ্চিত তিনি।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আগামী ১৬ অক্টোবর বেঙ্গালুরুতে মাঠে নামবে নিউজিল্যান্ড। এই সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কিউইরা। স্কোয়াডে শর্তসাপেক্ষে নাম থাকলেও দলের সঙ্গে ভারত যাওয়া হচ্ছে না উইলিয়ামসনের। পুনর্বাসন কাটিয়ে ফিট হলে ভারত রওনা দেবেন তিনি।
নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েলস বলেন, তিনি বলেন, ‘আমরা যে পরামর্শটি পেয়েছি তা হল, চোট বাড়ানোর ঝুঁকির পরিবর্তে কেনের জন্য এখনই বিশ্রাম নেওয়াই সবচেয়ে ভালো পদক্ষেপ। আশা করছি ভারতের বিরুদ্ধে পরবর্তী ম্যাচগুলোয় তাঁকে পাওয়া যাবে’।
উইলিয়ামসনের পরিবর্তে ভারত সফরে যাবেন মার্ক চ্যাপম্যান। ইতোমধ্যে সাদা বলের দুই ফরম্যাটে মোট ৭৮টি ম্যাচ খেলেছেন এই ব্যাটার। তবে টেস্টে এখনও অভিষেক হয়নি তার। উইলিয়ামসন না থাকায় কিউইদের জার্সিতে আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয়ে যেতে পারে তার।
নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন চ্যাপম্যান। ভারত ‘এ’ দলের বিপক্ষে ২০২০ সালে সেঞ্চুরিও আছে তার। তবে ২০২২ সালের পর নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে চ্যাপম্যান আর খেলেননি।
কদিন আগেই শ্রীলঙ্কার কাছে টেস্টে হোয়াইটওয়াশ হয় নিউজিল্যান্ড। তারপর অধিনায়কত্ব থেকে সরে দাড়ান টিম সাউদি। ভারত সিরিজে দলের নেতৃত্ব দেবেন টম লাথাম। দলে আর পরিবর্তন নেই। লঙ্কান সিরিজে খেলা বাকি ক্রিকেটাররা থাকছেন ভারত সিরিজেও।
তবে মাইকেল ব্রেসওয়েল প্রথম ম্যাচটি খেলেই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে স্কোয়াড ছাড়বেন। ফলে দ্বিতীয় ও শেষ টেস্টে তার জায়গায় দলে ঢুকবেন ইশ সোধি।
আগামী বেঙ্গালুরু টেস্টের পর আগামী ২৪ অক্টোবর পুনে এবং ১ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে যথাক্রমে তিনটি টেস্ট খেলবে ভারত এবং নিউজিল্যান্ড। তিনটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
ভারত টেস্টের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড: টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল (শুধুমাত্র ১ম টেস্ট), মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, উইল ও’রর্কি, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল সান্টনার, বেন সেয়ার্স, ইশ সোধি (কেবলমাত্র ২য় ও ৩য় টেস্ট), টিম সাউদি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।