promotional_ad

দিল্লির ব্যাটিং স্বর্গে আর্শদীপের 'ভয়'

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। ৭ উইকেটের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা। দ্বিতীয় ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ভারত। দলের বেশিরভাগ ক্রিকেটারই হোটেলে নিজেদের মতো করে সময় কাটিয়েছেন।


দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। তিনি জানিয়েছেন ম্যাচের দিন পরিস্থিতি বুঝে মানিয়ে নেবেন তারা। এর আগে ম্যাচ নিয়ে ভাবতে চান না। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামকে ব্যাটিং প্যারাডাইস বললেও ভুল হবে না। 


promotional_ad

বোলার হিসেবে কিছুটা ভয়ই যেন জেঁকে বসল আর্শদীপকে। ২০২৪ আইপিএলের ভেন্যু হিসেবে থাকলেও পাঞ্জাব কিংসের কোনো ম্যাচ ছিল না এই মাঠে। ফলে উইকেট বেশ অচেনাই আর্শদীপের আগে। সহজেই সেটা স্বীকার করে নিয়েছেন ভারতীয় এই পেসার। পরিসংখ্যানের কথা শুনে একটু যেন ভয়ই পেলেন তিনি।


আর্শদীপ বলেছেন, ‘এবারের আইপিএলে এ মাঠে আমাদের কোনো ম্যাচ ছিল না। কিন্তু এখানে ওই রকম রান হয়েছে শুনে আমি আর উইকেট দেখতে চাইছি না। কাল আসব, কোচরা যা পরিকল্পনা দেবেন, সেটা শুনব। মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আপনি তো ভয় পাইয়ে দিলেন। ম্যাচ নিয়ে আজ ভাবতেই চাইনি। আমার ছুটির দিন ছিল আজ।’


২০২৪ আইপিএলের ৫টি ম্যাচ হয়েছে দিল্লির এই মাঠে। এর ম্যাচের মধ্যে ১০ ইনিংসের ৮টিতেই হয়েছে ২০০–এর বেশি রান। আর একটিতে হয়েছে ১৯৯ রান। যেকোনো বোলারের জন্যই এমন পরিসংখ্যান আঁতকে ওঠার মতো। বাংলাদেশের বিপক্ষে খেলা ভারতীয় দলে আর্শদীপের চেয়ে অভিজ্ঞ বোলার আর একজনও নেই।


ভারতের হয়ে গত ৩ বছরে দুটি বিশ্বকাপ খেলে ফেলেছেন আর্শদীপ। তার প্রতি তাই প্রত্যাশাও সবার বেশি। আপাতত উপভোগের মন্ত্রেই নিজেকে উজ্জীবিত রাখতে চান এই পেসার। নিজের লক্ষ্যের কথা জানিয়ে আর্শদীপ বলেন, ‘আমি শুধু খেলাটাই উপভোগ করছি। আমি জানি না কীভাবে গত দুই বছর কেটে গেল। গত দুই বছরের মতোই সময়টা আমি উপভোগ করে যেতে চাই, উত্থান-পতন—যা–ই আসুক।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball