আইপিএল

কলকাতার মেন্টর হওয়ার প্রস্তাব পেলেন দ্রাবিড়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:13 মঙ্গলবার, 09 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ভারতের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রাহুল দ্রাবিড়। তার সঙ্গে বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল ভারতের। মূলত পরিবারকে সময় দিতে সরে যান তিনি। ভারতের দায়িত্ব ছাড়তে না ছাড়তে এবার নতুন প্রস্তাব পেয়েছেন দ্রাবিড়।

আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মেন্টর বা পরামর্শক হওয়ার প্রস্তাব পেয়েছেন দ্রাবিড়। ভারতের গণমাধ্যম প্রকাশ করছে এমনই সংবাদ। গত মৌসুমে কলকাতার মেন্টর ছিলেন গৌতম গম্ভীর।

মেন্টর হিসেবে দলে ফিরেই কেকেআরের ১০ বছরের ট্রফির খরা কাটিয়েছেন দলটির সাবেক অধিনায়ক। এবার তিনি ভারতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন। যা কলকাতার জন্য বড় ধাক্কা।

ফলে গম্ভীরের জায়গায় এমন একজনকে খুঁজছে তিনবারের শিরোপাজয়ী এই দলটি, যার যোগ্যতা ও অভিজ্ঞতা সবই আছে। ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলানোর পাশাপাশি আইপিএলেও রাজস্থানের মেন্টর ছিলেন দ্রাবিড়।

টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হারলেও, দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেই হাল ছেড়েছেন তিনি। এছাড়াও, জানা গেছে দ্রাবিড়ের পরবর্তী চাকরির জন্য একাধিক প্রস্তাব রয়েছে।

কলকাতা ছাড়াও তার প্রতি আগ্রহ দেখিয়েছে রাজস্থানসহ আরও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ভারতের হেড কোচ হিসেবে ১২ কোটি রুপি পেতেন দ্রাবিড়। আইপিএলের দলগুলো অবশ্য তার থেকে অনেক বেশি পারিশ্রমিক দিতে চাচ্ছে দ্রাবিড়কে।