ক্রিকেট অস্ট্রেলিয়া

২০ বছরের নিষিদ্ধ সামারাবিরাকে আবার ১০ বছরের নিষেধাজ্ঞা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 14:10 Friday, November 15, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

নারী ক্রিকেটারের সঙ্গে নিন্দনীয় আচরণের দায়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ২০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দুলীপ সামারাবিরা। ভিন্ন ঘটনায় প্রায় একই রকম অভিযোগে আবারও ১০ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক এই টেস্ট ব্যাটার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

প্রায় ১৬ বছর কাজ করেছেন ক্রিকেট ভিক্টোরিয়ার উইমেন’স প্রোগ্রামের কোচ হিসেবে কাজ করছেন সামারাবিরা। তবে অসদাচরণের জন্য চলতি বছর তার নামে অভিযোগ আনেন এক নারী ক্রিকেটার। এমন অভিযোগের পর লঙ্কান কোচের বিরুদ্ধে তদন্ত করে সিএ। পরবর্তী প্রমাণ পাওয়ায় গত ১৯ সেপ্টেম্বর সামারাবিরাকে ২০ বছরের নিষেধাজ্ঞা দেয় অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

সেই সময় ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স বলেছিলেন, ‘সামারাবিরার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধি কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা সমর্থন করি। আমরা মনে করি, সামারাবিরা যে আচরণ করেছে, সেটি নিন্দনীয় ও ক্রিকেট ভিক্টোরিয়ার আচরণ নীতিমালার সঙ্গে একপ্রকার বিশ্বাসঘাতকতা।’

এমন ঘটনার মাস দুয়েকের মাঝে আরও একবার নিষেধাজ্ঞার কবলে পড়লেন শ্রীলঙ্কার সাবেক এই টেস্ট ব্যাটার। ক্রিকেট ভিক্টোরিয়ার কোচ থাকাকালীন অন্য এক জায়গায় ‘প্রাইভেট কোচ’ হিসেবে কাজ করেছেন তিনি। সেই সময় অন্য এক নারী ক্রিকেটারের সঙ্গে অসঙ্গতপূর্ণ আচরণ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। সামারাবিরা অবশ্য আনিত অভিযোগ অস্বীকার করেছেন।

যদিও সিএ’র অধীনে তদন্তে যেতে চাননি তিনি। ফলে তাকে আরও ১০ বছরের জন্য নিষিদ্ধ করে সিএ। যদিও দুটি নিষেধাজ্ঞা একই সমান্তরালে চলায় ১০ বছর নিয়ে খুব বেশি ভাবতে হচ্ছে না সামারাবিরাকে। তবে ৫২ বছর বয়সী লঙ্কান এই কোচ আবারও অস্ট্রেলিয়ায় কোচিংয়ে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে।

২০৪৪ সাল পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া, রাজ্য অ্যাসোসিয়েশনগুলো, ছেলে কিংবা মেয়েদের বিগ ব্যাশ কোথাও কাজ করতে পারবেন না তিনি। নিষেধাজ্ঞা যখন শেষ হবে তখন সামারাবিরার বয়স হবে ৭২ বছর। এদিকে সব কিছু ঠিক থাকলে নারী বিগ ব্যাশের চলতি মৌসুমে মেলবোর্ন স্টার্সের প্রধান কোচের দায়িত্ব নেয়ার কথা ছিল তার। ২০১৫ সাল থেকে সহকারী কোচ হিসেবে কাজ করা সামারাবিরা গত মৌসুমে ভারপ্রাপ্ত প্রধান কোচও ছিলেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে নিষিদ্ধ হওয়ায় সেই সুযোগও হাত ছাড়া হয়েছে লঙ্কান কোচের। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল সামারাবিরার। শ্রীলঙ্কার জার্সিতে সব মিলিয়ে খেলেছেন ৭ টেস্ট এবং ৫ ওয়ানডে। নিজের শেষ টেস্ট ম্যাচটা খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে, ১৯৯৫ সালে। আন্তর্জাতিক ক্রিকেট সমৃদ্ধ না হলেও প্রথম শ্রেণির ক্রিকেট ৭ হাজারের বেশি রান করেছেন সামারাবিরা।