জাতীয় ক্রিকেট লিগ

সেঞ্চুরির অপেক্ষায় ইয়াসির, শুরুর ধাক্কা সামলে লড়াইয়ে চট্টগ্রাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 19:38 Sunday, November 10, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

৭ উইকেটে ২৩৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে বরিশাল বিভাগ। সেখান থেকে দলকে ৩১৮ রানে পুঁজি এনে দিয়েছেন দলটির ব্যাটাররা। আগের দিনের অপরাজিত ব্যাটার মঈন খান এদিন আউট হয়েছেন ৭৭ রান করে।

আর ১০ নম্বরে নামা তানভির ইসলামের ৪০ রানে বড় সংগ্রহ পায় বরিশাল। শেষ ৩ উইকেটে তারা যোগ করে ৮২ রান। আর তাতেই তাদের বড় সংগ্রহ নিশ্চিত হয়ে যায়। চট্টগ্রামের হয়ে আশরাফুল হক একাই নিয়েছেন ৪টি উইকেট।

আর তিনটি উইকেট নিয়েছেন এনামুল হক। দুটি উইকেট গেছে নাঈম হাসানের ঝুলিতে। একটি উইকেট নিয়েছেন শামীম হোসেন। জবাবে খেলতে নেমে বেশ ভালো অবস্থানে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে চট্টগ্রাম। তারা দিন শেষ করেছে ৩ উইকেটে ২০২ রান নিয়ে।

বরিশালের চেয়ে ১১৬ রানে পিছিয়ে আছে তারা। দলটিকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছেন দুই ব্যাটার ইয়াসির আলী রাব্বি ও শাহাদাত হোসেন দিপু। দুজনে মিলে ১৪১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অপরাজিত থেকে দিনে খেলা শেষ করেছেন।

সেঞ্চুরির সুবাস নিয়ে ইয়ারি ১০৬ বলে ৮১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন। আগের পাঁচ ম্যাচের তিন ইনিংসে শূন্য রানে আউট হওয়া শাহাদাত ১৩৯ বলে ৬৪ রান নিয়ে অপরাজিত আছেন। যদিও দলটির শুরুটা প্রত্যাশিত ছিল না। তারা ৬১ রানেই হারিয়ে ফেলেছিল ৩ উপরের সারির ব্যাটারের উইকেট।

দলীয় ৮ রানে তারা হারাউ ওপেনার সাদ্দাম হোসেনের উইকেট। রুয়েল মিয়ার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন চট্টগ্রামের এই ব্যাটার। আর ১৫ রান করে কামরুল ইসলাম রাব্বির শিকার হন পারভেজ হোসেন ইমন। ২৩ রান করা সাজ্জাদুল হক রিপনকে বোল্ড করে আউট করেছেন রুয়েল। এরপর অবশ্য চট্টগ্রামকে আর কোনো বিপদে পড়তে দেননি ইয়াসির ও শাহাদাত।