|| ডেস্ক রিপোর্ট ||
গ্যাবায় বজ্রপাত শেষে যখন খেলা শুরু হলো তখন ব্যাট হাতে ঝড় তুললেন গ্লেন ম্যাক্সওয়েল। শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়ে খেললেন ১৯ বলে ৪৩ রানের ইনিংস। ৭ ওভারের টি-টোয়েন্টিতে ম্যাক্সওয়েলের পর মার্কাস স্টইনিসের ক্যামিওতে অজিদের পুঁজি ৯৩ রান। বড় লক্ষ্য তাড়ায় পাকিস্তানের ব্যাটিং অর্ডার ভেঙে পড়ল তাসের ঘরের মতো। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের ব্যর্থতায় ৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান তোলে পাকিস্তান হেরেছে ২৯ রানে।
ব্রিসবেনের গ্যাবায় জয়ের জন্য ৯৪ রান তাড়ায় স্পেন্সার জনসনের প্রথম দুই বলে দুই চার মেরে প্রত্যাশিত শুরুর আভাসই দিলেন শাহিবজাদা ফারহান। ডানহাতি ব্যাটারের ইনিংস অবশ্য থেমেছে ওই চারেই। জনসনের করা চতুর্থ বলে ফিরেছেন তিনি। বাঁহাতি পেসারের বলে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন হাভিয়ের বার্টলেটের হাতে। ৮ রান করা শাহিবজাদা ফেরার পরের ওভারে আউট হয়েছেন রিজওয়ান।
ব্রার্টলেটের অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে আড়াআড়িভাবে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে স্লাইস করে খেলার চেষ্টা করেছিলেন পাকিস্তানের অধিনায়ক। তবে টপ এজ হয়ে ক্যাচ দিতে হয়েছে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা জেইক ফ্রেজার-ম্যাকগার্কের হাতে। একই ওভারের শেষ বলে ফিরেছেন উসমান খানও। ম্যাথু শর্টের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেছেন মাত্র ৪ রান। পরের ওভারে আরও দুই উইকেট হারায় সফরকারীরা।
নাথান এলিসের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন বাবর। ডানহাতি পেসারের লেংথে পড়া স্লোয়ার ডেলিভারিতে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেট ক্যাচ দিয়েছেন ফ্রেজার-ম্যাকগার্কের হাতে। যদিও প্রথম চেষ্টায় ক্যাচ নিতে গিয়ে বল সীমানার ভেতরে রেখেছেন শর্ট। একই ওভারের তৃতীয় বলে ফিরেছেন ইরফান খান। বাবরের মতো একই জায়গায় ক্যাচ দিয়েছেন রানের খাতা খুলতে না পারা এই ব্যাটার।
মাত্র ১৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। পরবর্তীতে হাসিবুল্লাহ খানের ১২, আব্বাস আফ্রিদির অপরাজিত ২০ এবং শাহীন আফ্রিদির ১১ রানের ইনিংসে কেবল হারের ব্যবধানই কমেছে। শেষ ওভারে অ্যাডাম জাম্পা ১১ রান দিলেও তুলে নিয়েছেন ২ উইকেট। ৭ ওভার শেষে ৯ উইকেটে ৬৪ রান তোলে সফরকারীরা। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন এলিস ও বার্টলেট। দুটি উইকেট পেয়েছেন জাম্পা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হয়েছেন ফ্রেজার-ম্যাকগার্ক। পরের গল্পটুকু কেবলই ম্যাক্সওয়েলের। ৭ ওভারের ম্যাচের চাহিদা মিটিয়ে ৫ চার ও ৩ ছক্কায় ১৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন অজি অলরাউন্ডার। টিম ডেভিড করেছেন ১০ রান। শেষ দিকে মাত্র ৭ বলে ২১ রানের ক্যামিও খেলেছেন স্টইনিস। সব মিলিয়ে ৪ উইকেট হারিয়ে ৯৩ রান তোলে অস্ট্রেলিয়া। পাকিস্তানের হয়ে আব্বাস দুটি এবং একটি করে উইকেট নিয়েছেন নাসিম ও হারিস।