এবার ফাইনাল খেলতে চায় রংপুর রাইডার্স

গণমাধ্যমে কথা বলছেন নুরুল হাসান সোহান, ক্রিকফ্রেঞ্জি

সাম্প্রতিক সময়ে বেশ ফুরফুরে মেজাজে আছে রংপুর রাইডার্স দল। এই ডিসেম্বরেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছে তারা। বিপিএল শুরুর আগমুহূর্তে এই টুর্নামেন্ট জেতায় বেশ ছন্দে থেকেই এবারের আসর শুরু করতে যাচ্ছে রংপুর।
ফজলে রাব্বি ও সোহানের হাফ সেঞ্চুরিতে ধানমন্ডির জয়
4 Mar 25
সোহান বলেন, ‘রংপুর প্রতিবারই ভালো দল গড়ে। রংপুরের যারা সমর্থক আছে, তাদের একটা প্রত্যাশা আছে। ওই দায়িত্ব থেকে যে টুর্নামেন্টেই আমরা খেলি, অংশ নিই, চ্যাম্পিয়ন হওয়ার একটা লক্ষ্য থাকে। অবশ্যই আমার কাছে যে দায়িত্ব আছে, মাঠে তা পালন করার চেষ্টা করবো। যেটা বললাম রংপুর সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে। গত দুবারই আমরা কোয়ালিফায়ার খেলেছি। অবশ্যই চেষ্টা করবো ওটা পার হয়ে পরের ধাপে যাওয়ার।'
দল হিসেবে এবার বেশ শক্তিশালী রংপুর। সোহান ছাড়াও দেশি ক্রিকেটারদের মধ্যে এই দলে আছেন শেখ মেহেদী, সৌম্য সরকার, সাইফ হাসান, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম, রেজাউর রহমান রাজা, নাহিদ রানা, ও আজিজুল হাকিম তামিমের মতো ক্রিকেটাররা।

আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে এই দলে আছেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, সেদিকউল্লাহ অটল, খুশদিল শাহ, কার্টিস ক্যাম্ফার, স্টিভেন টেলর ও আকিফ জাভেদের মতো ক্রিকেটাররা।
সকালে এসে রাসেলদের দুপুরে ম্যাচ খেলাকে আদর্শ মনে করেন না আশরাফুল
3 Feb 25
স্কোয়াড নিয়ে সোহান আরও বলেন, ‘যদি আমার কথা বলেন। আমি সবসময় যে দলের সঙ্গে থাকি বা নেতৃত্ব দেই, সবসময় চেষ্টা করি যে দল হিসেবে কতটুকু খেলতে পারি। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দল হিসেবে মাঠে কীভাবে খেলছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
'ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন দিক থেকেই। অনেক বেশি অলরাউন্ডারও আমাদের দলে আছে। সবদিক থেকেই কম্প্যাক্ট। দল হিসেবে আমরা কতটা খেলতে পারছি এবং ওই অনুভূতিটা কত তাড়াতাড়ি গড়ে তুলতে পারছি এটা গুরুত্বপূর্ণ।'