ম্যাচ পরবর্তী প্রেস

ক্ষমা প্রার্থী পেরেরা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 02:52 শনিবার, 17 মার্চ, 2018

৪১ রানে পাঁচ উইকেট পরার পরেও শ্রীলংকা দলকে ১৫৯ রানে পৌঁছে দিয়েছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক থিসারা পেরারা (৩৭ বলে ৫৮) এবং কুশল পেরেরা (৪০ বলে ৬১)। 

তবে মনস্তাত্ত্বিক লড়াইয়ের এই ম্যাচে ফাইনালের দর্শক হয়েই রইলো শ্রীলংকা। ম্যাচটি জেতা হল না তাদের। বরঞ্চ শেষ মুহূর্তের নাটকীয়তায় ক্রিকেটবিশ্বে আবারো শোনা গেলো বাঘের গর্জন।

আর ম্যাচ হারার পরে স্বাভাবিকভাবেই হতাশ লঙ্কান অধিনায়ক থিসারা পেরেরা। নিজেদের স্বাধীনতার ৭০ বছর উদযাপন করতেই এই সিরিজ আয়োজন করে লঙ্কানরা। কিন্তু তাতে নিজেদের বিদায় হওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে পেরেরার।

ম্যাচ শেষে পেরেরা জানান, 'খুব কঠিন ম্যাচ ছিল। সত্যিকার অর্থেই আমরা হতাশ। আমার দর্শকদের নিয়ে কিছু বলার আছে। তারা সত্যিকার অর্থেই অসাধারণ সমর্থন যুগিয়েছে। আমি দুঃখিত যে আমরা ফাইনালে যেতে পারিনি।

'মাঝে মধ্যে ব্যাট করার জন্য আমি সময় নিই। তারপরেই আমি কিছু করতে পারি। ১৬০ রান করে এই উইকেটে জেতা সম্ভব। শেষ কয়েকটি সিরিজে আমরা সত্যিই দারুণ খেলেছি। জুনিয়ররাও দারুণ খেলেছে।'