|| ডেস্ক রিপোর্ট ||
খুলনা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে সিলেট বিভাগ। ৭ উইকেটে তারা ৪৯৬ রান নিয়ে নিজেদের ইনিংস ঘোষণা করেছে। জবাবে খেলতে নেমে স্বস্তিতে নেই খুলনা। তারা অল আউট হয়েছে ২৭৩ রান করে।
ফলে ২২৩ রানের লিড পেয়েছে সিলেট আর খুলনা ফলোঅনে পড়েছে। খুলনার ইনিংস গুঁড়িয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন দুই বোলার খালেদ আহমেদ ও নাবিল সামাদ। দুজনেই ৩টি করে উইকেট নিয়েছেন। আর নাঈম আহমেদ নিয়েছেন দুটি উইকেট।
একটি করে উইকেট গেছে ইবাদত হোসেন ও রাহাতুল ফেরদৌসের ঝুলিতে। মূলত সিলেটের বোলারদের নিয়ন্ত্রণের কাছে পাত্তা পায়নি খুলনার ব্যাটাররা। এদিন সেঞ্চুরি মিস করেছেন ওপেনার এনামুল হক বিজয়। তিনি ৮৮ রান করে আউট হয়েছেন।
তিনি নাঈমের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। ১৩১ বলের ইনিংসে ৭ চার ও ৫ ছক্কা মারেন বিজয়। বড় রানের জবাবে ব্যাট করতে নেমে অমিত মজুমদারকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন বিজয়। অমিত ফেরেন মাত্র ১০ রান করে।
এরপর রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন ইমরুল কায়েস। চতুর্থ উইকেটে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুনকে নিয়ে ইনিংস টানেন বিজয়। এই জুটি থেকে আসে ৯৯ রান। মিঠুন হাফ সেঞ্চুরির আশা জাগিয়ে ফেরেন ৪৭ রান করে।
খানিক বাদে বিজয় ফিরে গেলে চাপে পড়ে খুলনা। শেষদিকে জিয়াউর রহমান (২৬) ছাড়া আর কোনো ব্যাটারই ভালো না করতে পারলে ২৭৩ রানে থেমে যায় খুলনার ইনিংস। চতুর্থ দিনে ইনিংস হার এড়াতে আবারও ব্যাট করতে নামবে খুলনা বিভাগ।