ভারতীয় ক্রিকেট

ভারত ‘এ’ দলের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ, কাঠগড়ায় ইশান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:19 রবিবার, 03 নভেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

দুটি চারদিনের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ায় ব্যস্ত সময় পার করছে ভারত 'এ' দল। প্রথম চার দিনের ম্যাচের শেষদিন ঘটল এক অপ্রীতিকর ঘটনা। বল টেম্পারিংয়ের অভিযোগ উঠল ভারত 'এ' দলের বিরুদ্ধে। মাঠে চললো আম্পায়ারের সঙ্গে ভারতের ক্রিকেটারদের উত্তপ্ত বাক্য বিনিময়। আম্পায়ারদের তরফ থেকে মূল অভিযোগ আসলো ইশান কিশানের নামে।

প্রথম চারদিনের ম্যাচে শেষদিনের শুরুতে বল দেয়া হয় ভারতকে, প্রস্তুত ব্যাটারও। এমন সময় অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়ের পাশাপাশি কয়েকজন ক্রিকেটার আসেন আম্পায়ার শন ক্রেইগের সঙ্গে কথা বলতে। হাতে থাকা বল দেখিয়ে তারা আম্পায়ারকে বলেন, পরিবর্তন করা হয়েছে বলটি।

এমন সময় বল পরিবর্তনের কারণ জানতে চাওয়া হয় আম্পায়ারের কাছে। উত্তরে আম্পায়ার সরাসরি বলে দেন, 'তোমরা বলে স্ক্রেচ (আকৃতি নষ্ট করা) করেছ (গতকাল) দেখেই আমি পরিবর্তন করেছি।' অর্থাৎ, বল টেম্পারিংয়ের সুস্পষ্ট অভিযোগ তোলেন ক্রেইগ।

কিন্তু দমে যাওয়ার পাত্র নয় ভারতীয় ক্রিকেটাররাও। তাদের একজন জিজ্ঞেস করেন, 'তাহলে গতকাল কেনো বল পরিবর্তন করা হলো না!' এর উত্তর না দিয়ে আম্পায়ার বলেন, 'তোমরা আকৃতি পরিবর্তন করেছো, তাই এই বলেই খেলা হবে। এটা নিয়ে আর কোনো আলোচনা নয়। খেলা শুরু করা যাক'।

তখন দলের উইকেটরক্ষক ব্যাটার ইশান আবারও জিজ্ঞেস করেন, 'আমরা কি এই বল দিয়েই খেলব? আম্পায়ার 'হ্যা সূচক' উত্তর দেন। আর তখনই একটি শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেন ইশান। বল পরিবর্তন করে নতুন বলে খেলার সিদ্ধান্তকে 'স্টুপিড ডিসিশন' বা 'নির্বোধের মতো সিদ্ধান্ত' বলে বসেন তিনি।

পুরো কথোপকথন স্পষ্ট শোন যায় স্টাম্প মাইকে। এমনকি এমন মন্তব্যের জন্য তাকে রেফারির মুখোমুখি হতে হবে বলে হুশিয়ারী দেন আম্পায়ার। পাশাপাশি জানান, 'তোমার কাজের জন্যই বল পরিবর্তন করতে হয়েছে।'

অর্থাৎ আম্পায়ারের ভাষ্যমতে, আগের দিন ইশান বলের আকৃতি নষ্ট করার চেষ্টা করেছেন। ক্রিকেটের ভাষায় যাকে বলা হয় 'বল টেম্পারিং'। আন্তর্জাতিক ম্যাচে এমন কাজের জন্য অজি ক্রিকেটারদের বিভিন্ন সময় কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়েছে।

পরবর্তীতে ম্যাচ শুরু হলে ভারত 'এ' দল সেই ম্যাচ হেরে যায় ৭ উইকেটের ব্যবধানে। চলতি নভেম্বরের ২২ তারিখ থেকে শুরু হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বোর্ডার-গাভাস্কার ট্রফি। ৫ টি টেস্ট ম্যাচের সেই সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তার আগে এমন ঘটনা জন্ম দিলো নানান প্রশ্নের।