|| ডেস্ক রিপোর্ট ||
প্রত্যাশামতোই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের আগে বিরাট কোহলিকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ২১ কোটি টাকায় ধরে রাখা হয়েছে ভারত তথা বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারকে। এক বার্তায় কোহলি জানিয়েছেন, আগামী তিন বছরে অন্তত এক বার আইপিএল শিরোপা জিততে চান তিনি।
১৭ বছর ধরে বেঙ্গালুরুতে খেলছেন কোহলি। আগামী তিন বছর বেঙ্গালুরু রেখে দেয়ার ফলে একটানা ২০ বছর দলটির হয়ে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। আর তাই শেষটা রাঙাতে চান কোহলি। মেটাতে চান দলের শিরোপার ক্ষুধা।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন, 'আগামী তিন বছরের দিকে তাকিয়ে আছি। এই সময়টায় অন্তত এক বার ট্রফি জেতাই আমার লক্ষ্য। বরাবরের মতোই আমরা নিজেদের সেরাটা দেব। নিজেদের ঢংয়ে ক্রিকেট খেলে সমর্থকদের গর্বিত করার চেষ্টা করব।'
দলের প্রতি আবেগ প্রকাশ করে তিনি আরও লিখেন, 'সবাই জানে আরসিবি আমার কাছে কী। এত বছর ধরে লালন করা খুব, খুব স্পেশ্যাল সম্পর্ক যা প্রতিদিন আরও মজবুত হয়। আরসিবি-র হয়ে খেলতে খুব ভাল লাগে। আমি জানি সমর্থক এবং দলের কর্তারাও একই রকম ভাবেন।'
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, সামনের আসরে নেতৃত্ব গ্রহণ নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে আলোচনা হয়েছে কোহলির। ২০২১ সালের পর আবারও ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হতে যাচ্ছেন তিনি ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত বেঙ্গালুরুকে নেতৃত্ব দেন ফাফ ডু প্লেসি।
সাউথ আফ্রিকার সাবেক এই অধিনায়কের বয়স ৪০ পেরিয়ে যাওয়ায় মাঠে নতুন নেতা দরকার বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজিটি। এ কারণে ডু প্লেসিকে রিটেইনও করেনি দলটি। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত টানা ৯ আসরে বেঙ্গালুরুকে নেতৃত্ব দেন কোহলি। এমনকি তার নেতৃত্বে ২০১৬ সালে ফাইনালও খেলে দলটি।
কোহলির নেতৃত্বে মোট ১৪৩টি ম্যাচ খেলেছে বেঙ্গালুরু, যা মহেন্দ্র সিং ধোনি (২২৬) ও রোহিত শর্মার (১৫৮) পর তৃতীয় সর্বোচ্চ। তাঁর অধিনায়কত্বে বেঙ্গালুরু জিতেছে ৬৬ ম্যাচ, হেরেছে ৭০টি। এ ছাড়া তিনটি টাই এবং চারটি ম্যাচে কোনো ফল হয়নি। নিজেকে বেঙ্গালুরু ছাড়া আরও কোথাও দেখতে চান না কোহলি।
'এই পর্বটা শেষ হলে আরসিবি-র হয়ে ২০ বছর খেলা হয়ে যাবে। সেই অনুভূতি আমার কাছে খুব, খুব সুখের। কখনও ভাবিনি একটা দলের হয়ে এত বছর খেলব। তবে এত বছর ধরে এই সম্পর্কটা একদম অন্য রকম হয়ে গিয়েছে। আগের মতো আবারও বলছি, আরসিবি ছাড়া আর কোনও দলে নিজেকে দেখতে চাই না।'