|| ডেস্ক রিপোর্ট ||
ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার স্পিন জাদুতে নিউজিল্যান্ডকে মাত্র ২৩৫ রানে গুঁড়িয়ে দেয় ভারত। সফরকারীদের আড়াইশর নিচে আটকে দেয়ায় পুরো দিনটা ভারতের হওয়ার কথা ছিল। তবে শেষ বিকেলের ‘সর্বনাশে’ ঘটলো উল্টো ঘটনা। শুভমান গিল ও যশস্বী জয়সাওয়াল মিলে ঠিকঠাকই এগিয়ে যাচ্ছিলেন। দিনের খেলা শেষ হতে তখন মাত্রই কয়েক ওভার বাকি। এমন সময় রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হলেন জয়সাওয়াল। পরের বলে ফিরলেন নাইটওয়াচম্যান মোহাম্মদ সিরাজ। একটু পর নিজেদের ‘বোকামিতে’ রান আউট হয়েছেন বিরাট কোহলি। ৮ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে নিজেদের দিনটা নিউজিল্যান্ডের হাতে তুলে দিয়েছে ভারত। ৪ উইকেটে ৮৬ রান নিয়ে দিন শেষ করা গিল ও ঋষভ পান্ত দ্বিতীয় দিনের সকালে ব্যাটিং নামবেন সফরকারীদের চেয়ে ১৪৯ রানে পিছিয়ে থেকে।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের ২৩৫ রানের জবাবে শুরুটা ভালো হয়নি ভারতের। ইনিংসের পঞ্চম ওভারেই ফিরতে পারতেন রোহিত শর্মা। ম্যাট হেনরির শর্ট অব লেংথ ডেলিভারিতে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে পুল করেছিলেন ভারতের অধিনায়ক। তবে সীমানায় দাঁড়িয়ে সহজ ক্যাচ নিতে পারেননি উইল ও’রুর্কি। ১৫ রানে জীবন পেলেও রোহিতকে ইনিংস বড় করতে দেননি হেনরি। ডানহাতি পেসারের লাফিয়ে উঠা ডেলিভারিতে স্লিপে থাকা টম লাথামকে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন ১৮ রানে।
রোহিত ফেরার পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন জয়সাওয়াল ও গিল। দুজনে মিলে ভারতকে বেশ ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। দ্বিতীয় উইকেটে তাদের গড়া ৫৩ রানের জুটি ভেঙেছে জয়সাওয়ালের বিদায়ে। এজাজ প্যাটেলের লেগ স্টাম্পের উপর করা ডেলিভারিতে রিভার্স সুইপ খেলার চেষ্টায় বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন। ভালো শুরু করা বাঁহাতি তরুণ ওপেনার সাজঘরের পথে হেঁটেছেন ৫২ বলে ৩০ রানের ইনিংস খেলে। পরের বলে নাইটওয়াচম্যান হিসেবে নামা সিরাজকেও ফিরিয়েছেন এজাজ।
বাঁহাতি স্পিনারের একটু টার্ন করে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন সিরাজ। স্টাম্প বরাবর ডেলিভারি হলেও রিভিউ নিয়েছিলেন তিনি। টিভি রিপ্লেতে দেখা যায় বল পায়ে আঘাত না হানলে স্টাম্প লণ্ডভণ্ড হয়ে যেতো। দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও এজাজের সেই স্বপ্ন পূরণ হতে দেননি কোহলি। যদিও একটু পরই ফিরেছেন ডানহাতি এই ব্যাটার। রাচিন রবীন্দ্রর চার মারার পরের বলে সিঙ্গেল নেয়ার তাড়াহুড়োয় নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন কোহলি। ৮৪ রানে ৪ উইকেট হারানো ভারতের হয়ে দিন শেষ করেছেন ৩১ রানে অপরাজিত থাকা গিল ও ১ রান করা পান্ত।
সকালের শুরুতে মুম্বাইয়ে তপ্ত গরমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক লাথাম। ব্যাটিংয়ে নেমেই চতুর্থ ওভারে উইকেট হারায় সফরকারীরা। আকাশ দীপের বলে লেগ বিফোর উইকেট হয়ে ফিরে যান দারুণ ছন্দে থাকা ডেভন কনওয়ে। সেখান থেকে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন লাথাম ও উইল ইয়াং। তাদের দুজনের জুটি ভাঙেন ওয়াশিংটন। ডানহাতি অফ স্পিনারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ২৮ রান করা লাথাম। বাঁহাতি ওপেনার ফেরার একটু পর আউট হয়েছেন রাচিনও। বাঁহাতি ব্যাটারকেও বোল্ড করেছেন ওয়াশিংটন।
৭২ রানে ৩ উইকেট হারানোর পর নিউজিল্যান্ডকে পথ দেখাতে থাকেন ইয়াং ও ড্যারিল মিচেল। তারা দুজনে মিলে ৮৭ রানের জুটি গড়েন। হাফ সেঞ্চুরিয়ান ইয়াং ফেরায় ভাঙে তাদের জুটি। জাদেজার বলে রোহিতের ক্যাচ দিয়েছেন ৭১ রান করা এই ব্যাটার। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। সেঞ্চুরির খুব কাছে গেলেও ৮২ রানে গিয়ে থামতে হয়েছে মিচেলকে। শেষ ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড অল আউট হয় ২৩৫ রানে। ভারতের হয়ে জাদেজা পাঁচটি এবং ওয়াশিংটন নিয়েছেন চারটি উইকেট।