ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ

লুইসের ঝড়ো ব্যাটিংয়ের কাছে পাত্তাই পেল না ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:15 শুক্রবার, 01 নভেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে ক্যারিবীয়দের জয়ের নায়ক এভিন লুইস। তার ৬৯ বলে ৯৪ রানের ইনিংসেই বড় জয় নিশ্চিত করেছে ক্যারিবীয়রা।

কদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ ৩ বছর পর ক্যারিবীয় দলে ফিরেছেন লুইস। ফিরেই খেলেছিলেন ৬১ বলে খেলা ১০২ রানের ইনিংস। এবার ইংল্যান্ডের বিপক্ষেও সেই ধারা ধরে রেখেছেন তিনি। আর তাতেই ওয়ানডে সিরিজে দারুণ শুরু পেয়েছে স্বাগতিকরা।

এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ২০৯ রানে অল আউট হয় ইংলিশরা। জবাবে খেলতে নেমে একটু ধীর গতির শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম তিন ওভারে ক্যারিবীয় দুই ওপেনার লুইস ও ব্র্যান্ডন কিং তোলেন মাত্র ৯ রান। যদিও সময়ের সঙ্গে সঙ্গে দুজনেই হাত খুলে খেলেছেন।

ইনিংসের ১৪তম ওভারে ৪৬ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন লুইস। যদিও ১৫ ওভারের পরেই বৃষ্টির মুখে পড়ে ক্যারিবীয়রা। বিনা উইকেটে ৮১ রান নিয়ে তাদের ড্রেসিংরুমে ফিরে যেতে হয়। এক ঘন্টার বৃষ্টি শেষে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৫৭।

অনাকাঙ্খিত বিরতির পর কিং ফিরে যান ৩০ রান করে। ততক্ষণে লক্ষ্য নাগালে চলে এসেছিল ক্যারিবীয়দের। লুইস ৬ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপে পুড়েছেন। অবশ্য কেসি কার্থি ১৯ ও শাই হোপ ৬ রান করে অপরাজিত থেকে ৫৫ বল হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দেন। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ডের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেছেন অধিনায়ক লিভিংস্টোন। আর জ্যাকব বেথেল করেন ২৭ রান। আর কেউই বলার মতো রান করতে পারেননি। ইংলিশদের নাগালের মধ্যে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেকেহছেন গুড়াকেশ মোতি। তিনি ৪৬ রানে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট পান ম্যাথু ফোর্ড, জেইডেন সিলস ও আলজারি জোসেফ।