ওয়েস্ট ইন্ডিজ- ইংল্যান্ড সিরিজ

১০ মাস পর ক্যারিবিয়ানদের ওয়ানডে দলে হেটমায়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:54 বুধবার, 30 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। গত ডিসেম্বরের পর দলে ফিরেছেন শিমরন হেটমায়ার। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে ব্যক্তিগত কারণে দলে ছিলেন না তিনি।

গত শ্রীলঙ্কা সফরের দল থেকে মাত্র একটি পরিবর্তন এনেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। অ্যালিক আথানেজের বদলে দলে এসেছেন হেটমায়ার। শেষবার ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে দলের অংশ ছিলেন তিনি।

গত দুই বছর ধরে ক্যারিবিয়ান দলের নিয়মিত সদস্য আথানেজ। যদিও এবার তিনি জায়গা হারিয়েছেন এভিন লুইসের কাছে। তিন বছর পর গত শ্রীলঙ্কা সিরিজে জায়গা পেয়ে তৃতীয় ওয়ানডেতে খেলতে নেমে অসাধারণ এক সেঞ্চুরি করেন লুইস।

তার ৬১ বলে অপরাজিত ১০২ রানের সেই ইনিংসে ম্যাচটি জেতে ওয়েস্ট ইন্ডিজ। এবারও লুইসের সামর্থ্যে প্রবল বিশ্বাস রাখছে সিডব্লিউআইয়ের নির্বাচকরা।

দল নিয়ে ক্যারিবিয়ানদের হেড কোচ ড্যারেন স্যামি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে খেলা সব সময়ই নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। পুনরুজ্জীবিত করে পুরোনো প্রতিদ্বন্দ্বিতা; যার জন্য ক্যারিবিয়ানরা উন্মুখ হয়ে থাকে।’

অ্যান্টিগায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে বৃহস্পতিবার। দ্বিতীয় ম্যাচটিও হবে সেখানে। তারপর বার্বাডোজে হবে তৃতীয় ম্যাচটি। ৯ নভেম্বর শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর স্কোয়াড শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে সিডব্লিউআই।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ,শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, হেইডেন ওয়ালশ জুনিয়র ও রোমারিও শেফার্ড।