বাংলাদেশ ক্রিকেট

‘বড় প্লেয়ারের সাথে খেললে আপনার কলিজা একটু অন্যরকম থাকবে’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:31 মঙ্গলবার, 29 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

নভেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ এবং আফগানিস্তান। এই সিরিজে তুমুল লড়াইয়ের প্রত্যাশা করেন শরিফুল ইসলাম। বাংলাদেশ দলের এই পেসার আফগানিস্তান শক্তিমত্তার প্রশংসা করেছেন। বাংলাদেশের ক্রিকেটারদের থেকে আফগানদের এগিয়ে যাওয়ার কারণও খুঁজে পেয়েছেন তিনি।

শেষ ৬-৭ বছর আইপিএল, বিগব্যাশ লিগ, পিএসএল, সিপিএলসহ মানসম্পন্ন বহু লিগে খেলতে দেখা যাচ্ছে আফগানদের। প্রতি বছর বাড়ছে আফগান ক্রিকেটারদের চাহিদাও। এর প্রভাব দেখা যাচ্ছে জাতীয় দলেও।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নেয় আফগানরা। এর আগে ওয়ানডে বিশ্বকাপে শেষ চারে না পৌঁছালেও শীর্ষ পাঁচে ছিল দলটি। কয়েকদিন আগেও সাউথ আফ্রিকাকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়েছে দলটি।

মূলত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশিদের থেকে বেশি সুযোগ পাওয়াতে আন্তর্জাতিক ক্রিকেটে এগিয়ে যাচ্ছেন আফগান ক্রিকেটাররা- এমনটাই মনে করছেন শরিফুল। তার মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বড় মাপের ক্রিকেটারদের সঙ্গে খেলতে খেলতে ক্রিকেট নিয়ে চিন্তাভাবনায় অনেক পরিবর্তন এনেছে আফগানরা।

ক্রিকফ্রেঞ্জিকে শরিফুল বলেন, 'আমার মনে হয় তারা বাইরের অনেক লিগ খেলে। ওখানেই হয়ত তারা একটু এগিয়ে গেছে। আপনি যদি বড় বড় প্লেয়ারের সাথে খেলেন আপনার কলিজা একটু অন্যরকম থাকবে। এটাই.. আমরাও এখন ওই প্রক্রিয়ায় হাঁটতে যাচ্ছি। সবাই খেলছে লিগ। তো আমরাও দেখবেন দুয়েক বছরের মধ্যে ভালো ফলাফল করব।'

এই সিরিজের আয়োজন করবে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে এই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। দ্বিতীয় ম্যাচটি ৯ নভেম্বর। আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।

সিরিজ নিয়ে শরিফুলের প্রত্যাশা, 'আমার মনে হয় আফগানিস্তানের সাথে আমাদের খেলাটা ভালোই হবে, একটু ফাইট হবে। কারণ আফগানরা বেশীরভাগ সময় আরব আমিরাতে অনুশীলন করে। এটা ওদের হোম ভেন্যু বলাই যায়। তারা ওখানেই প্রতিনিয়ত খেলে। আমরা যদি একটু আগে যাই আর অনুশীলন করি, মনে হয় যে আমরাই জিতব ইনশাআল্লাহ।'

গত জুলাই-আগস্টে এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সংযুক্ত আরব আমিরাত এবং ভারতে প্রচণ্ড দাবদাহের কারণে এই সিরিজটি তখন হয়নি। আফগানিস্তান সাধারণত সেখানেই 'হোম ম্যাচ' খেলে থাকে।