অস্ট্রেলিয়া ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে ওয়েড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 08:37 মঙ্গলবার, 29 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ম্যাথু ওয়েড। অবসর নিয়েই কোচিং পেশাকে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে থাকবেন তিনি।

গত জুনে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবারের মতো অস্ট্রেলিয়ার স্কোয়াডে জায়গা করে নেন ওয়েড। সেই বিশ্বকাপে সফল হয়নি অস্ট্রেলিয়া, ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারের ক্যারিয়ারও নিশ্চিতভাবে 'শেষ' ধরে নেয়া হচ্ছিল।

গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফরেও দলে ডাক পাননি ওয়েড। এবার নিজ থেকেই নিলেন অবসরের সিদ্ধান্ত। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও হোবার্ট হ্য্যারিকেন্সের হয়ে বিগ ব্যাশ লিগে খেলা চালিয়ে যাবেন তিনি।

অবসর নিয়ে ওয়েড বলেন, 'আমি পুরোপুরিভাবে জানতাম যে আমার আন্তর্জাতিক দিনগুলো সম্ভবত গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শেষ হয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসর এবং কোচিং নিয়ে গত ছয় মাস ধরে জর্জ [বেইলি] এবং অ্যান্ড্রু'র [ম্যাকডোনাল্ড] সাথে অনেক কথা হয়েছে।'

'গত কয়েক বছর ধরে কোচিং আমার চিন্তাভাবনায় রয়েছে এবং সৌভাগ্যবশত কিছু দুর্দান্ত সুযোগ আমার পথে এসেছে, যার জন্য আমি খুব কৃতজ্ঞ এবং রোমাঞ্চিত।'

গত মার্চে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন ওয়েড। শেফিল্ড শিল্ডের ফাইনালে তার দল তাসমানিয়া ওঠার পরই এমন ঘোষণা দেন তিনি। ২০১১ থেকে ২০২৪ সালের মধ্যে অজিদের হয়ে ৩৬টি টেস্ট, ৯৭টি ওয়ানডে এবং ৯২টি টি-টোয়েন্টি খেলেন তিনি।

বোর্ডার–গাভাস্কার ট্রফির জন্য পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে দায়িত্ব পালন করবেন না নিয়মিত প্রধান কোচ অ্যান্ডু ম্যাকডোনাল্ড এবং তার পুরো ইউনিট। এই সিরিজে অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব সামলাবেন আরেক সহকারী কোচ আন্দ্রে বোরোভেচ। তার সহকারী হিসেবে থাকবেন ব্র্যাড হজ, হ্যামিশ বেনেট এবং ওয়েড।