ভারত-নিউজিল্যান্ড সিরিজ

স্যান্টনারের ১৩ উইকেটে ভারতের বিপক্ষে কিউইদের সিরিজ জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:59 শনিবার, 26 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে টেস্ট সিরিজ হারা যেন ভুলেই গিয়েছিল ভারত। নিজেদের মাঠে তারা হয়ে উঠেছিল প্রায় অপরাজেয়। এবার তাদেরই মাটিয়ে নামিয়ে এনেছে নিউজিল্যান্ড। এরই মধ্যে ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা। সিরিজের দ্বিতীয় টেস্টে মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে ভারতকে ১১৩ রানে হারিয়েছে কিউইরা।

নিউজিল্যান্ডের এই স্পিনার দুই ইনিংস মিলিয়ে একাই নিয়েছেন ১৩ উইকেট। এর আগে বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ড জয় পেয়েছিল ৮ উইকেটে। এর আগে ভারত টানা ১৮টি সিরিজে জয় পেয়েছিল ভারতীয়রা। তাদের এই জয় রথ থামিয়েছে কিউইরা।

পুনেতে ৩৫৯ রানের লক্ষ্যে নেমে ২৪৫ রানে গুটিয়ে গেছে ভারতের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৫৩ রানে ৭ উইকেট নেয়া এই স্পিনার দ্বিতীয় ইনিংসে দখল করেছেন ১০৪ রানে ৬টি উইকেট। পাশাপাশি এইজাজ প্যাটেল দুটি ও গ্ল্যান ফিলিপস একটি উইকেট নিয়ে ভারতকে গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। তারা মাত্র ৫৭ রান যোগ করে বাকি ৫ উইকেট হারিয়ে অল আউট হয়ে যায় ২৫৫ রানে। ফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫৯ রানের।

কঠিন লক্ষ্য পাড়ি দিতে নেমে ভারতকে ভালোই শুরু এনে দিয়েছিলেন ইয়াসভি জায়সাওয়াল ও রোহিত শর্মা। যদিও রোহিত ৮ রান করে ফিরতে তাদের ওপেনিং জুটি ভাঙে ৩৪ রানে। এরপর দ্বিতীয় উইকেটে ৬২ রান যোগ করে জায়সাওয়াল ও শুভমান গিল যোগ করেন আরও ৬২ রান। 

গিল আউট হয়েছেন ২৩ রান করে। এরপর একপ্রান্ত আগলে রাখা জায়সাওয়ালও ফিরে যান ৭৭ রান করে। উপরের সারির ব্যাটারদের ফিরে যাওয়ার পর উইকেটে এসে থিতু হতে পারেননি বিরাট কোহলি। এই তারকা ব্যাটার আউট হন ১৭ রান করে। 

অন্য বোলারদের স্বাচ্ছন্দ্যে খেললেও স্যান্টনার একাই ভুগিয়েছেন ভারতের ব্যাটারদের। প্রথম চার ব্যাটারকে একে একে ফেরান তিনি। এরপর দ্রুত আরও বেশ কয়েকটি উইকেট হারায় ভারত। দলটির ব্যাটারদের মধ্যে যা একটু লড়াই করেছেন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। 

সুন্দর ২১ ও জাদেজা ৪২ রান করে আউট হয়েছেন। শেষদিকে জসপ্রিত বুমরাহ ১০ রান করে অপরাজিত থাকলেও তার ইনিংস ইনিংস কেবল ভারতের হারের ব্যবধানই কমিয়েছে। এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বড় ধাক্কা খেয়েছে ভারত। এর ফলে ভারতকে পড়তে হচ্ছে নানা সমীকরণের মাঝে।

ভারত মূলত পিছিয়ে গিয়েছিল প্রথম ইনিংসেই। নিউজিল্যান্ডের ২৫৯ রানের জবাবে ১৫৬ রানে গুটিয়ে গিয়েছিল স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ১০৩ রানের লিড নিয়ে খেলতে নেমে আড়াইশর বেশি রান করে ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল কিউইরা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা।