পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ

উর্দুতে ইংলিশদের বোকা বানিয়েছিলেন সাজিদ, রেহানের অস্বীকার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:21 শনিবার, 26 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইংলিশ ব্যাটারদের রীতিমতো খাবি খাইয়েছেন পাকিস্তানি স্পিনার সাজিদ খান। তার ফ্লাইট ও টার্নের সামনে দাঁড়াতেই পারেনি ইংলিশরা। সেই সঙ্গে ইংলিশদের বিভ্রান্ত করেছেন কথা দিয়েও। রাওয়ালপিন্ডি টেস্টে সাউদ শাকিলের সঙ্গে ব্যাটিং করছিলেন সাজিদ।

জুটির এক পর্যায়ে শাকিলের সঙ্গে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক পেয়েছিলেন সাজিদ। এরপর দুজন বেশ জোরেশোরেই কথা বলছিলেন। তারা কথা বলছিলেন সিঙ্গেল নিয়ে খেলা এগিয়ে নেয়ার। কিন্তু সাজিদ উল্টো চড়াও হয়েছিলেন ইংলিশ স্পিনার শোয়েব বশিরের ওপর।

দুই পাকিস্তানি বংশদ্ভুত বশির ও রেহান আহমেদ বেড়ে উঠেছেন ইংল্যান্ডে তবে তারা পারিবারিক সূত্রে উর্দু বুঝতে পারেন। তাই তাদের সেই ফাঁদেই ফেলেছেন সাজিদ। ইংল্যান্ডকে ৯ উইকেটে হারানোর পর নিজেদের কৌশল নিয়ে খোলাখুলি কথা বলেছেন সাজিদ।

পাকিস্তানি এই স্পিনার বলেছেন, 'আমরা ওরকম (জোরে জোরে উর্দুতে বলা) করছিলাম ওদের বোলারদের বিভ্রান্ত করতে। রেহান ও শোয়েব উর্দু বুঝতে পারে। ওদেরকে বোকা বানাতে চেয়েছিলাম আমরা। ওদেরকে শুনিয়ে শুনিয়ে বলছিলাম যে, সিঙ্গেল নিয়ে খেলব। এজন্যই ওরা ফিল্ডার ওপরে তুলে আনে এবং বোলাররা ফ্লাইট দিতে থাকে। সাউদ আমাকে বলেছিল, ওরা এরকম করলেই যেন বড় শট খেলি। মাঝামাঝি কিছু নেই, যতটা জোরে সম্ভব, বলে যেন হিট করি।'

নবম উইকেটে শাকিল ও সাজিদের ৭২ রানের জুটিই পাকিস্তানকে ম্যাচে রাখে। শাকিল দারুণ এক সেঞ্চুরি করে আউট হন ১৩৪ রান করে। এরপর শেষের দিকের দুই ব্যাটার নোমান আলীর ৪৫ ও সাজিদের অপরাজিত ৪৮ রানের ইনিংস পাকিস্তানকে লিড এনে দেয়। সাজিদ ও নোমান দুজন মিলেই ১৯ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে বড় জয় পেতে সাহায্য করেছেন।

সাজিদের ইনিংসটিকে গুরুত্বপূর্ণ মানলেও পাকিস্তানি এই স্পিনারের কৌশলের বিষয়টি উড়িয়ে দিয়েছেন ইংলিশ স্পিনার রেহান। তিনি মনে করেন মিডিয়ায় প্রচার পেতেই এমন বানোয়াট গপ্পো ফেঁদেছেন সাজিদ। তার কথা ভালোভাবে শুনেননি বলেও জানিয়েছেন ৪ উইকেট নেয়া এই ইংলিশ স্পিনার।

তিনি বলেছেন, 'সে আমাকে মোটেও বোকা বানায়নি। মিডিয়ার জন্য (প্রচার পেতে) এসব বলে থাকতে পারে। আমি তো তার কোনো কথা ভালোভাবে শুনতেই পাইনি! যতটুকু শুনেছিলাম, সে বলছিল যে, এই বলটিকে আলতো করে খেলার চেষ্টা করবে সে। তবে আমি জানতাম সে বড় শট খেলতে চাইবে। এটা তাই কাজে দেয়নি। সে দারুণ ব্যাট করেছে। কয়েকটি বড় শট খেলেছে। তবে আমাকে বা ব্যাশকে (বাশির) বোকা বানায়নি সে।'