বিপিএল

ঢাকার হয়ে শতভাগ প্রচেষ্টা দেখাতে চান সুজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:40 শুক্রবার, 25 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগে মিকি আর্থারকে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে রংপুর রাইডার্স। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসা ঢাকা ক্যাপিটালসও রংপুরের মতো বিদেশি কোচের সন্ধ্যানেই ছিল। তবে শেষ মূহুর্তে বিদেশি কোচ নিয়োগ দেয়া থেকে সরে দাঁড়ায় তারা। শেষ পর্যন্ত বিপিএলের এবারের মৌসুমের জন্য খালেদ মাহমুদ সুজনকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয় ফ্র্যাঞ্চাইজিটি। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে গড়া দলটিকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় সুজনের।

কোচ হিসেবে বাংলাদেশের ক্রিকেটে বেশ চিরচেনা সুজন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচিং করানো বাংলাদেশের সাবেক ক্রিকেটার বিপিএলেও কাজ করেছেন বিভিন্ন দলের হয়ে। ২০১৬ সালে তার অধীনে প্রথমবার শিরোপা ঘরে তুলেছিল ঢাকা ডায়নামাইটস। পরবর্তীতে অবশ্য বিপিএলে শিরোপা জেতা হয়নি সুজনের।

যদিও বিভিন্ন সময়ে খুলনা টাইগার্স, ঢাকা ডমিনেটর্স ও দুর্দান্ত ঢাকার প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। এবারও ঢাকার আরেকটি ফ্র্যাঞ্চাইজিতে প্রধান কোচের ভূমিকা পালন করবেন তিনি। দলের দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে উচ্ছ্বসিত এই কোচ।

ঢাকা ক্যাপিটালসের প্রকাশিত ভিডিও বার্তায় সুজন বলেন, 'অবশ্যই অনেক বড় দায়িত্ব। তবে আমি বিশ্বাস করি, আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে। চেষ্টা থাকবে কীভাবে সামনে নিয়ে যেতে পারি। দল নিয়ে আমি খুব খুশি। এক্সিকিউশনটা খুব গুরুত্বপূর্ণ।'

'আমি মনে করি যেরকম একটা দল আছে অভিজ্ঞ এবং তারুণ্যের যথেষ্ট মিশ্রণ। বিদেশি ক্রিকেটারও খুব ভালো, যারা কিনা টি-টোয়েন্টির বিশেষজ্ঞ। তাই আমি বিশ্বাস করি এখান থেকে ভালো কিছু করা সম্ভব। আমরা যেন ভালো করতে পারি ইনশাআল্লাহ।'

বিপিএল ছাড়াও কোচ হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিয়মিত মুখ সুজন। আবাহনী লিমিটেডের হয়ে বেশ কয়েকটি শিরোপা জেতার কীর্তি আছে তার। বাংলাদেশ জাতীয় দলেও তিনি কাজ করেছেন অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে। ২০১৯ সালে সুজনের অধীনে শ্রীলঙ্কা সফরে খেলেছিল বাংলাদেশ।

বেশ কয়েক দফায় দেশের প্রধান কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলেও পূর্ণ মেয়াদে সেই দায়িত্ব কখনই পাননি সুজন। এদিকে কদিন আগে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। পুরোদমে কোচিংয়ে মনোযোগ দিতে চাওয়া সুজনের নতুন চ্যালেঞ্জটা শুরু হচ্ছে ঢাকা ক্যাপিটালসকে।

বিপিএলের এবারের মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে দেখা যাবে মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমানকে। বিদেশি হিসেবে খেলবেন জনসন চার্লস, স্টিফেন এসকানজি, শাহনেওয়াজ দাহানির মতো ক্রিকেটাররা।

ঢাকা ক্যাপিট্যালস-

সরাসরি চুক্তি: মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম।

বিদেশি সরাসরি চুক্তি: জনসন চার্লস, স্টিফেন এসকানজি, শাহনেওয়াজ দাহানি, রিয়াজ হাসান, চতুরঙ্গা ডি সিলভা, জাহর খান, ফারমানউল্লাহ সাফি

ড্রাফট থেকে: লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, সাইম আইয়ুব, আমির হামজা, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।