বাংলাদেশ ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষেও থাকছেন মুশতাক

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
প্রকাশের তারিখ: 23:32 বৃহস্পতিবার, 24 অক্টোবর, 2024

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাওয়ায় পাকিস্তান সফরে বাংলাদেশের স্পিন বোলিং কোচের কাজ করেছেন মুশতাক আহমেদ। ভারত সফরে কিংবা পরবর্তী সিরিজগুলোতে তাকে পাওয়া যাবে না সেটা অনেকটা নিশ্চিতই ছিল। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে হুট করেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার। শুধু প্রোটিয়াদের বিপক্ষেই নয় সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আফগানিস্তান সিরিজেও পাওয়া যাবে মুশতাককে।

রঙ্গনা হেরাথ চলে যাওয়ার পর চলতি বছরের এপ্রিলে স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাককে নিয়োগ দিয়েছিল বিসিবি। জিম্বাবুয়ে সিরিজ থেকে কাজ শুরু করা সাবেক লেগ স্পিনারের চুক্তি ছিল ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। মুশতাকের কাজে সন্তুষ্ট হলেও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে চুক্তি থাকায় বাংলাদেশের সঙ্গে চুক্তি নবায়ন করেননি। যদিও সেটা করতে বেশ আগ্রহী ছিলেন তিনি।

খানিকটা ফাঁকা সময় পাওয়ায় আগষ্টে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছিলেন মুশতাক। তৎকালীন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস তখনই নিশ্চিত করেছিলেন, পরবর্তী সিরিজগুলোতে তাকে পাওয়া যাবে না। যার ফলে অনুমেয়ভাবেই ভারত সফরে ছিলেন না তিনি। তবে ফিল সিমন্স বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বে নেয়ার দিনে মিরপুরে দেখা যায় স্পিন বোলিং কোচকেও।

বিসিবির সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে কাজ করবেন মুশতাক। নতুন খবর হচ্ছে শুধু সাউথ আফ্রিকা নয় নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও দেখা যাবে তাকে। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহরিয়ার নাফীস।

এ প্রসঙ্গে ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ নাফীস বলেন, ‘মুশতাক আপাতত সাউথ আফ্রিকা সিরিজে কাজ করছেন। তবে তাঁর সঙ্গে আমাদের পরবর্তী সিরিজ নিয়েও কথা হয়েছে। নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে যে ওয়ানডে সিরিজটা হবে মুশতাক সেখানেও থাকবে।’

আফগানিস্তান সিরিজ শেষ করে সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবে বাংলাদেশ। যেখানে দুই টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন নাজমুল হোসেন শান্ত। সেই সিরিজে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ কিংবা রিশাদ হোসেনদের সঙ্গে কাজ করবেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নাফীস জানিয়েছেন, মুশতাকের সঙ্গে সিরিজ ধরে চুক্তি করছে বিসিবি। তিনি বলেন, ‘তাঁর সঙ্গে আমরা প্রতিটি সিরিজ ধরে চুক্তি করে এগোচ্ছি। আপাতত আফগানিস্তান সিরিজ পর্যন্তই আলোচনা হয়েছে।’ যদিও গুঞ্জন আছে, দ্রুতই মুশতাকের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করবে বিসিবি।