|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজ় শুরুর আগে দলেই ছিলেন না ওয়াশিংটন সুন্দর। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে হারতেই দলে নেয়া হয় তাকে। সুযোগ পেয়ে রীতিমতো বাজমাত করলেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। তিন বছর পর টেস্ট খেলার সুযোগ পেয়েই সাত উইকেট নেন তিনি। তার অসাধারণ বোলিংয়ে নিউজ়িল্যান্ড প্রথম ইনিংসে করে ২৫৯ রান। ভারত দিন শেষে করে এক উইকেটে ১৬ রান।
পুনেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। দলটিতে পাঁচজন বাঁহাতি ব্যাটার। এর মধ্যে দুই ওপেনার টম লাথাম এবং ডেভন কনওয়েকে আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। বাকি তিন বাঁহাতি রাচিন রবীন্দ্র, মিচেল সান্টনার এবং আজাজ প্যাটেলকে ফেরান সুন্দর।
কিউইদের ওপেনিং জুটি ভাঙে ৩২ রানে। ২২ বলে ১৫ রান করে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান লাথাম। দলীয় ৭৬ রানে উইল ইয়াংয়ের হারায় কিউইরা। অশ্বিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৪৫ বলে ১৮ রান করা ইয়াং।
দুইও ১৩৮ রানে কনওয়ের উইকেট হারায় কিউইরা। তিনিও ঋষভ পান্তের তালুবন্দি হয়ে বিদায় নেন। এরপরের সাতটি উইকেটই নেন সুন্দর। তার লুফে নেয়া সাতটি উইকেটের মধ্যে পাঁচটি বোল্ড। একটি এলবিডব্লিউ এবং একটি ক্যাচ।
অর্থাৎ ওয়াশিংটনের বলের লাইন এ দিন বুঝতেই পারেননি নিউজ়িল্যান্ডের ব্যাটাররা। কেবল মিড অফে তাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন গ্লেন ফিলিপস। পুনেতে নামার আগে আগে চারটি টেস্ট খেলে ছয়টি উইকেট নেন ওয়াশিংটন। এ দিন মাত্র ৫৯ রান খরচায় একাই সাত উইকেট নিলেন তিনি।
ওয়াশিংটনের বলে বোল্ড হওয়ার আগে ৬৫ রান আসে রাচিন রবীন্দ্রর ব্যাটে, ৫১ বলে ৩৩ রান আসে মিচেল সান্টনারের ব্যাটে। ভারত দিন শেষ করে রোহিত শর্মার উইকেট হারিয়ে। দলটির অধিনায়ক এ দিন টিম সাউদির বলে বোল্ড হন, এর আগে নয় বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।