|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে একেবারেই ব্যর্থ হয়েছেন বাংলাদেশের টপ অর্ডাররা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উইকেটের জন্য বা প্রতিপক্ষের বোলারদের মুন্সিয়ানার জন্য নয়, বরঞ্চ সিদ্ধান্তহীনতার কারণেই উইকেট বিলিয়েছে বাংলাদেশের ব্যাটাররা- এমনটা মনে করছেন মেহেদী হাসান মিরাজ।
প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশের প্রথম ছয় ব্যাটারের মধ্যে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল দুইজন। মাহমুদুল হাসান জয় ৩০ এবং মুশফিকুর রহিম ১১ রান করেন।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করে ৩০৭ রান। এই ইনিংসে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল তিনজন। তবে তাদের কেউই ৪০ রানের গণ্ডি পেরিয়ে যেতে পারেননি। জয়ের ব্যাটে আসে সর্বোচ্চ ৪০ রান। শান্ত করেন ২৩ এবং মুশফিকের ব্যাটে আসে ৩৩ রান।
ম্যাচ শেষে এ নিয়ে কথা বলতে গিয়ে মূলত ব্যাটারদের সিদ্ধান্তহীনতার অভাবকেই দায়ী করেন মিরাজ, 'ডিসিশন মেকিংটা গুরুত্বপূর্ণ। হয়তো আমাদের কিছু জায়গায় অভাব আছে, এ কারণে হয়তো ব্যাটিংয়ে ফল্ট করছি। কিন্তু আমার কাছে যা মনে হয় যে, উপরের দিকে জুটি গুরুত্বপূর্ণ, টপ অর্ডার থেকে ভালো শুরু পাওয়া যেতে পারত, তাহলে পরের ব্যাটারদের জন্য সহজ হতো। পাকিস্তানে প্রথম টেস্টে টপ অর্ডার, মানে তিন চার নম্বর থেকে শুরু করে ভালো একটা স্টার্ট দিয়েছিল।'
'ওপেনাররাও একটা ভালো শুরু দিয়েছে, তারাও ভালো খেলেছে। পরে যারা ছিল তাদের কাজটা সহজ হয়ে যায়। টেস্ট ক্রিকেটে আপনি দেখেন যে পাঁচ ছয়ের ব্যাটার যদি নতুন বল খেলতে হয়, তাহলে একটু কঠিন হয়ে যায়। অবশ্যই সেটা নিয়ে আমরা কাজ করছি। যে টপ অর্ডাররা কীভাবে সফল হতে পারে, বেশিরভাগ টেস্ট ক্রিকেটে যেন সফল হতে পারি, সেজন্য আমরা কথা বলছি। আশা করছি সামনে যে টেস্টগুলো আছে, আমরা বুঝতে পারব যে আমাদের কোন জায়গায় অভাবগুলো আছে।'
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে হাল ধরেন মিরাজ এবং জাকের আলী। দুজনে মিলে গড়েন ১৩৮ রানের জুটি। অভিষেক টেস্ট খেলতে নেমে ১১১ বলে ৫৮ রান করেন জাকের। মিরাজ করেন ১৯১ বলে ৯৭ রান।
পাকিস্তান সফরেও পৃথক দুই টেস্টে ৭৭ এবং ৭৮ রানের ইনিংস খেলেন মিরাজ। তার আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৮১ রানের আরেকটি ইনিংস আসে তার ব্যাটে। গত বছরও নিচের দিকে নেমে দুটি হাফ সেঞ্চুরি এবং একটি ৪৮ রানের ইনিংস খেলেন তিনি। টপ অর্ডারের টানা ব্যর্থতায় নিচের দিকে ইনিংস বড় করার সুযোগ পাচ্ছেন মিরাজ। যার কারণে আনন্দিত তিনি।
মিরাজ আরও বলেন, 'আমরা সুযোগ পাচ্ছি। আমার ভালো লাগছে সুযোগগুলো কাজে লাগাতে পেরে। আমি যেখানে ব্যাট করি, সেটা আমার জন্য কঠিন। আমি এখান থেকে ভালো খেললে দল ভালো জায়গায় যাবে, খারাপ খেললে দল ভালো ফলাফল পাবে না। কিন্তু মানসিকভাবে আমি নিজে ভালো খেলার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ রান করছি।'
'আমি রান করলে দল উপকার পায়, সেটা খেয়াল করেছি। আমার ব্যাটিংটা উন্নত করার চেষ্টা করছি দিনকেদিন। ক্যারিয়ারের শুরুতে আমার গড় ছিল ১.৫। সেখান থেকে দিনদিন ভালো করার চেষ্টা করছি, সেভাবে আমি কাজ করছি ব্যাটিং নিয়ে।'