শ্রীলঙ্কা- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েও হারল ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:45 বৃহস্পতিবার, 24 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়ানিন্দু হাসারাঙ্গা- মাহিশ থিকশানাদের ঘূর্ণির সামনে আসা যাওয়ায় ব্যস্ত ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। এরপরেও শারফানে রাদারফোর্ড- গুড়াকেশ মোতির দারুণ দুটি ইনিংসে লড়াই করার ইঙ্গিত দিয়েছিল ক্যারিবিয়ানরা। যদিও শেষ পর্যন্ত লড়তে পারল না দলটি। পাঁচ উইকেটে তাদের হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিল লঙ্কানরা।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ রানে ৮ উইকেট হারিয়ে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে অবিশ্বাস্য এক প্রতিরোধ গড়েন মোতি এবং রাদারফোর্ড। নবম উইকেটে দুজনের ১১৫ বলে রেকর্ড ১১৯ রানের জুটি দলকে এনে দেয় ১৮৯ রানের পুঁজি।

এরপরেও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। পাল্লেকেলেতে বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় সিরিজের দ্বিতীয় ম্যাচটি। ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৪ ওভারে। টস হেরে আগে ব্যাটিংয়ে যায় ক্যারিবিয়ানরা।

শুরু থেকেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে সফরকারীরা। ৩১ রান তুলতেই চার ব্যাটার ফিরে যান প্যাভিলিয়নে। শুরুতে থিকশানা ও আসিথা ফার্নান্দো উইকেটের উৎসব শুরু করলেও পরে তাদের সঙ্গে যোগ দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই ত্রয়ীর তোপে এক পর্যায়ে ৫৮ রানে ৮ উইকেট হারায় সফরকারীরা।

সেখান থেকে আগ্রাসী ব্যাটিংয়ে দলের সংগ্রহ বাড়াতে থাকেন রাদারফোর্ড ও মোতি। ২২তম ওভারে দলের রান ১০০ পার করেন এই দুজন। লঙ্কান বোলারদের ক্রমাগত হতাশ করে ক্যারবিয়ানদের ২০০ রানের স্বপ্নও দেখান এই দুজন।

তবে দলীয় ১৭৭ রানে ফিরে যান রাদারফোর্ড। ৮২ বলে সাতটি চার ও চারটি ছক্কায় ব্যক্তিগত ৮০ রান করে আসিথার ফুল টস বলে হাঁকাতে গিয়ে প্যাভিলিয়নে যান তিনি। এর মধ্যেই মোতির সঙ্গে ১১৯ রানের জুটি গড়েন তিনি, যা নবম উইকেটে যেকোনো দলের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বেশি রানের জুটি।

এরপর আর বেশি দূর এগোতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৮৯ রানে থামে দলটি। মোতি অপরাজিত থাকেন ৫০ রান করে। ৪০ রানে ৪ উইকেট নেন হাসারাঙ্গা। তিনটি করে উইকেট নেন থিকশানা ও ফার্নান্দো।

লঙ্কান ব্যাটারদের শুরুটাও অবশ্য ভালো হয়নি। ২৫ রানের মধ্যে দুই উইকেট হারায় তারা। এরপর অধিনায়ক চারিথ আসালাঙ্কার অপরাজিত ৬২ রানে ভর করে ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় লঙ্কানরা।

বাকিদের মধ্যে নিশান মাদুশকা ও সাদিরা সামারাবিক্রমা করেন ৩৮ রান করে। শেষদিকে ৩৪ বলে ২৪ রানের ইনিংস খেলেন জানিথ লিয়ানাগে। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে আসালঙ্কার সঙ্গে ১৬ বলে ১১ রানে অপরাজিত ছিলেন কামিন্দু মেন্ডিস।

ক্যারিবিয়ান বোলারদের মধ্যে ৩০ রান খরচায় দুই উইকেট নেন আলজারি জোসেফ। একটি করে উইকেট নেন মোতি এবং রস্টন চেজ।