|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড 'বাজবল' খেলে টেস্টের ধরনই পালটে দিয়েছে। এবার অস্ট্রেলিয়াকে 'বাইসন বল' থিওরি ব্যবহারের পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি। 'দ্য বাইসন' মূলত মিচেল মার্শের ডাকনাম। বিশ্ব জুড়েই আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে নামডাক আছে এই অজি ব্যাটারের।
এখন মার্শ যদি উসমান খাওয়াজার সঙ্গে ওপেনিং করেন তাহলে বাজবলকে টেক্কা দিতে পারবে ইংলিশরাও এমনটাই ধারণা ব্রেট লির। কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া এখনও নিয়মিত কোনো ওপেনার খুঁজে পায়নি।
তারা স্টিভ স্মিথকে দিয়ে ওপেনিং করিয়েছে সর্বশেষ কয়েকটি সিরিজে। তবে স্থায়ীভাবে কাউকে এখনও ওপেনিংয়ের জন্য বিবেচনা করা হয়নি। তাই সাবেক এই অজি গ্রেটের পরামর্শ মার্শের ওপর বাজি ধরা উচিত ক্রিকেট অস্ট্রেলিয়ার।
এ প্রসঙ্গে ফক্স স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেছেন, 'অতি আক্রমণাত্মক কৌশলে অস্ট্রেলিয়া খেলতে পারে, অনেকটা ওয়ার্নারের মতো। হয় মিচেল মার্শকে নিয়ে আসেন নইলে তরুণ স্যাম কনস্টাসকে খেলান, যাকে আমার দারুণ প্রতিভা মনে হয়।’
বাজবল বিশ্ব ক্রিকেটে রাজত্ব করছে। তাই এখনই অজিদের বাইসন বল থিওরিতে যাওয়া উচিত বলে বিশ্বাস ব্রেট লির। সামনে অজিদের ভারত সিরিজ। সেই সিরিজে অন্তত এক ম্যাচে মার্শকে ওপেনিংয়ে সুযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এটা ভারত সিরিজে পার্থক্য গড়ে দিতে পারে আশা ব্রেট লির।
নিজের ভাবনার কথা স্পষ্ট করে সাবেক এই অজি পেসার বলেছেন, ‘আমরা বাজবল শুনেছি, তাহলে বাইসন বল কেন নয়? মিচেল মার্শকে ওপরে এনে দেখা যেতে পারে, ওকে দাপট দেখানোর সুযোগ দেয়া যেতে পারে। মিচেল মার্শকে যদি ৫ টেস্টের একটিতেও ওপরে আনা হয়, সেটা সিরিজে জয়–পরাজয়ের পার্থক্য গড়ে দিতে পারে। এটা একটা দারুণ বিকল্প।’
এক বছর আগেও টেস্ট দলে নিয়মিত ছিলেন না মার্শ। ২০১৯ সালে দল থেকে বাদ পড়তে হয়েছিল তাকে। এরপর চলতি বছরের জুলাইয়ে আবারও টেস্ট দলে ফেরেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের এই অধিনায়ক। মার্শ অবশ্য নিজেই জানিয়েছিলেন ওপেনিং নয় ৬ নম্বরেই ব্যাট করতে ভালোবাসেন তিনি।
এমনকি সেই জায়গা পরিবর্তনেরও কোনো ইচ্ছে তার নেই। মার্শ বলেছিলেন, 'আমি ৬ নম্বরে ব্যাটিং করতে ভালোবাসি। আমি এখানে ভাল করছি। আমি সেটা পরিবর্তনে অনিচ্ছুক।’ এদিকে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন আগামী সিরিজেই মিডল অর্ডারে ফিরে যাবেন স্মিথ।
ফলে ধারণা করাই যাচ্ছে নতুন কাউকেই দেখা যাবে অস্ট্রেলিয়ার ওপেনিংয়ের। অজিদের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের বিবেচনায় আছেন মার্কাস হ্যারিস, ক্যামেরন ব্যানক্রাফট, ম্যাট রেনশ ও স্যাম কনস্টাস। তারা ব্যর্থ হলেই কেবল অজিদের ক্রিকেটে দেখা যেতে পারে 'বাইসন বল' থিওরি।