জাতীয় ক্রিকেট লিগ

এনামুল-অপুর বোলিং তোপের মুখে তানজিমের ব্যাটিং ঝলক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:08 রবিবার, 20 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসর শুরু হয়েছে শনিবার থেকে। তবে বৃষ্টির কারণে মাঠে নামতে পারেনি ঢাকা বিভাগ ও সিলেট বিভাগ। তবে দ্বিতীয় দিন মাঠে নেমেই বল হাতে নৈপুণ্য দেখিয়েছেন ঢাকার বোলাররা।

আগে ব্যাট করতে নামা সিলেটকে তারা মাত্র ১৪৬ রানে অল আউট করে দিয়েছে। মূলত ডানহাতি পেসার এনামুল হক ও স্পিনার নাজমুল হোসেন অপুর তোপে দাঁড়াতেই পারেনি দলটি। এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানের মধ্যেই উপরের সারির তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে সিলেট।

এরপর দলের হাল ধরেন অমিত হাসান ও আসাদুল্লাহ আল গালিব। দুজনে যোগ করেন ৩০ রান। অবশ্য দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি। অমিত ফিরে যান ৫৩ বলে মাত্র ২৮ রান করে। আর গালিবের ব্যাট থেকে আসে ১৩ রান।

সিলেটের সংগ্রহ দেড়শর কাছাকাছি যায় জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিবের ব্যাটে ভর করে। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন। এরপর আর কেউই দাঁড়াতে না পারলে সিলেটের ইনিংস থামে ১৪৬ রানে। এনামুল ও অপু দুজনই ৩টি করে উইকেট নিয়েছেন।

২টি উইকেট নিয়েছেন সালাউদ্দিন শাকিল। আর একটি করে উইকেট গেছে সুমন খান ও তাইবুরের ঝুলিতে। জবাবে খেলতে নেমে স্বস্তিতে নেই ঢাকাও। তারা ৩৮ রানে ১ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে। আশিকুর রহমান শিবলি ১৫ রান করে আউট হয়েছেন। ১৬ রান করে অপরাজিত আছেন ১৬ রান করে। আর নাইট ওয়াচম্যান হিসেবে অপরাজি আছেন ১ রান করে।