|| ডেস্ক রিপোর্ট ||
বিরাট কোহলি ও সরফরাজ খান মিলে আগের দিনই লড়াইয়ের আভাসটা দিয়ে রেখেছিলেন। কোহলি ফিরে গেলেও ঋষভ পান্তকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সবটা চেষ্টা করলেন সরফরাজ। দেড়শ ছুঁয়ে ফিরলেন ডানহাতি এই ব্যাটার। সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে ফিরলেন পান্তও। তাদের দুজনের বিদায়ে ধস নামে ভারতের ব্যাটিং শিবিরে। ৫৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ভারত থামে ৪৬২ রানে। বেঙ্গালুরুতে ১০৭ রানের স্বল্প লক্ষ্য তাড়ায় আলোকস্বল্পতায় ৪ বলের বেশি খেলতে পারল না নিউজিল্যান্ড। জয়ের দুয়ারে দাঁড়িয়ে থাকা কিউইদের তাই এখনও ম্যাচ জিততে চাই ১০৭ রান। প্রথম ইনিংসে পঞ্চাশ রানের আগে গুটিয়ে গিয়ে টেস্ট জয়ের গল্প লিখতে ভারতের দরকার ১০ উইকেট।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৩ উইকেটে ২৩১ রান নিয়ে চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে নামেন সরফরাজ ও পান্ত। নিউজিল্যান্ডের চেয়ে ১২৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা ভারতের দুই ব্যাটার সকালের শুরু থেকেই ওয়ানডে ঘরানার ব্যাটিং করতে থাকেন। টিম সাউদির বলে কভার দিয়ে চার মেরে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন সরফরাজ। ভারতের ২২তম ব্যাটার হিসেবে প্রথম ইনিংসে ডাক মারার পর একই টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন তিনি। সাম্প্রতিক সময়ে ভারতের হয়ে এমন কীর্তি আছে শুভমান গিলের।
বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ডাক মারলেও পরের ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের একমাত্র ব্যাটার হিসেবে এমন রেকর্ড আছে কেবল শিখর ধাওয়ানের। ২০১৪ সালে অকল্যান্ডে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১১৫ রান করেছিলেন বাঁহাতি এই সাবেক ওপেনার। এদিকে আক্রমণাত্বক ব্যাটিংয়ে গ্লেন ফিলিপসকে চার মেরে ৫৫ বলে বলে পঞ্চাশ ছুঁয়েছেন পান্ত।
ভারতের উইকেটকিপার হিসেবে টেস্টে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ফারুক ইঞ্জিনিয়ারকে ছুঁয়েছেন তিনি। তাদের উপরে আছেন কেবল মহেন্দ্র সিং ধোনি। নিজের প্রথম সেঞ্চুরির দিনে দেড়শ ছুঁয়েছেন সরফরাজ। যদিও একটু পরই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। সাউদির আউটসুইঙ্গারে ড্রাইভ করতে গিয়ে এইজাজ প্যাটেলকে ক্যাচ দিয়েছেন ১৫০ রানের ইনিংস খেলেছেন তরুণ এই মিডল অর্ডার ব্যাটার। এদিকে হাফ সেঞ্চুরির পর আরও দ্রুত রান তুলতে থাকেন পান্ত। তবে সেঞ্চুরি পাওয়া হয়নি বাঁহাতি ব্যাটারের।
উইলিয়াম ও’রুর্কির অফ স্টাম্পের বাইরের একটু লাফিয়ে উঠা ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে বোল্ড আউট হতে হয়েছে পান্তকে। ৯৯ রান করা উইকেটকিপার ব্যাটার ফিরতেই নিস্তব্ধ হয়ে পড়ে পুরো স্টেডিয়ামে। দুই থিতু হওয়া ব্যাটার ফিরতেই ধস নামে ভারতের ব্যাটিং শিবিরে। লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনরা ফিরে গেছেন দ্রুতই। ভারত অল আউট হয়েছে ৪৬২ রানে।
নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ও’রুর্কি এবং ম্যাট হেনরি। দুটি উইকেট শিকার করেছেন এইজাজ। একটি করে উইকেট পেয়েছেন সাউদি ও ফিলিপস। ১০৭ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে মাত্র ৪ বল খেলতে পেরেছে নিউজিল্যান্ড। আলোকস্বল্পতা দেখা দিলে দিনের খেলা শেষ ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা।