|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই ঘূরে দাঁড়ায় লঙ্কানরা। দ্বিতীয় ম্যাচের মতো সিরিজ নির্ধারণী শেষ ম্যাচেও সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে তারা। ডাম্বুলায় কুশল মেন্ডিস এবং কুশল পেরেরার ব্যাটে ৯ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতল শ্রীলঙ্কা।
রাংগিরি ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুই কুশল- কুশল মেন্ডিস ও কুশল পেরেরার ব্যাটিং তাণ্ডবে ১৮ ওভারেই ক্যারিবিয়ানদের ছুঁড়ে দেয়া ১৬৩ রানের লক্ষ্য অতিক্রম করে শ্রীলঙ্কা। মেন্ডিস এবং পেরেরা- দুজনই হাঁকান হাফ সেঞ্চুরি।
জবাব দিতে নেমে পাওয়ার প্লে' তেই ৬৭ রান তোলে শ্রীলঙ্কা। দলীয় ৬০ রানের মাথায় আউট হন পাথুম নিশাঙ্কা। তিনি করেন ২২ বলে ৩৯ রান। গুড়াকেশ মোতির বলে বোল্ড হন তিনি। এই একটি উইকেট ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আর কোনো সাফল্য নেই। ৫০ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৬৮ রান করে ম্যাচ সেরা হন মেন্ডিস। ৩৬ বলে সাতটি চারে ৫৫ রান করেন কুশল পেরেরা।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬২ রান। শুরু থেকেই লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারে এভিন লুইস আউট হন শূন্য রানে।
পাওয়ার প্লে'র শেষ ওভারে লুইসের মতোই বোল্ড হয়ে বিদায় নেন ২৩ রান করা ব্রেন্ডন কিং। দুটি উইকেটই নেন মাহিশ থিকশানা। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা, চারিথ আসালঙ্কারা ক্যারিবিয়ানদের মিডল অর্ডারকেও স্বস্তিতে থাকতে দেননি।
৪২ রানে দ্বিতীয় উইকেট হারানো দলটি ৬২ রানে পৌঁছাতে আরও তিন উইকেট হারায়। শাই হোপ ১৮, রস্টন চেজ ৮, শারফানে রাদারফোর্ড ৬ রানে ফিরে যান। এরপর ৫৪ রানের জুটি গড়েন রভম্যান পাওয়েল এবং মোতি।
শেষ দিকে পাওয়েল ২৭ বলে ৩৭ এবং মোতি ১৫ বলে ৩২ রান করলে লড়াই চালানোর মতো পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া রোমারিও শেফার্ড করেন ১৩ বলে ১৮ রান। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নেন থিকশানা এবং হাসারাঙ্গা।