|| ডেস্ক রিপোর্ট ||
পুনর্বাসন শেষে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল মোহাম্মদ শামির। যদিও সেই সিরিজে সুস্থ হননি তিনি। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও ফেরা হচ্ছে না এই পেসারের। জানা গেছে, পুনর্বাসনে পুনরায় চোট পেয়েছেন তিনি।
নতুন করে হাঁটুর এক অংশ ফুলে গেছে শামির। যার কারণে সহসাই মাঠে নামা হচ্ছে না এই পেসারের। তার ব্যাপারে গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন রোহিত শর্মা। আগামী অস্ট্রেলিয়া সিরিজে শামি ফিরবেন কিনা, সেই ব্যাপারেও নিশ্চয়তা পাওয়া যায়নি।
গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে খেলার বাইরে আছেন শামি। শুরুতে ডান পায়ের পেছনের পেশিতে চোটে পড়েন তিনি। সেটি গুরুতর হয়ে উঠলে গত ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার করা হয় এই পেসারের।
অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পরে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমীতে পুনর্বাসনে ছিলেন এই পেসার। উন্নতিও হচ্ছিল তার। যার কারণে সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ সিরিজ দিয়ে মাঠে ফিরতে চেয়েছিলেন শামি। কিন্তু ৩৪ বছর বয়সী এই পেসারের হাঁটু ফুলে যাওয়াই কাল হলো এবার।
রোহিত শর্মা বলেন, 'এই সিরিজ বা অস্ট্রেলিয়া সিরিজে খেলার জন্য সে (শামি) সুস্থ হয়ে উঠবে কিনা, এই বিষয়ে এখনই আমাদের পক্ষে কোনো কিছু বলা কঠিন। তার সেরে ওঠায় সম্প্রতি আরেক ধাক্কা লেগেছে। হাঁটু ফুলে গেছে, যা বেশ অস্বাভাবিক।'
'সে সুস্থ হওয়ার প্রক্রিয়ায় ছিল। শতভাগ সুস্থ হওয়ার খুব কাছেই ছিল-এর মধ্যেই তার হাঁটুতে ফোলা দেখা দিয়েছে। যে কারণে তার পুনর্বাসন কিছুটা পিছিয়ে পড়েছে। তাই তার আবার নতুন করে শুরু করতে হবে।'
বেঙ্গালুরুতে ভারতের নিউজিল্যান্ড সিরিজ শুরু হচ্ছে আজ। এরপর পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলতে অস্ট্রেলিয়ায় যাবে ভারত। পার্থে আগামী ২২ নভেম্বর শুরু হবে সিরিজটি। সুস্থ না হলে অস্ট্রেলিয়ার বিমানে শামিকে চান না রোহিত।
তিনি আরও বলেন, 'এখন সে এনসিএতে আছে। ফিজিও ও চিকিৎসকদের সঙ্গে কাজ করছে। আমরা তার ফেরার আশায় আছি৷ আমরা তাকে শতভাগ সুস্থ চাই। সবচেয়ে বড় কথা, অপ্রস্তুত শামিকে আমরা অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে চাই না। সেটি আমাদের জন্য ভালো সিদ্ধান্ত হবে না।'