বিপিএল

বিপিএলে চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আফ্রিদি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:00 মঙ্গলবার, 15 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরে খেললেও পরের মৌসুমগুলোতে ছিল না চিটাগং কিংস। ১১ বছরের বিরতি দিয়ে এবারের বিপিএল দিয়ে আবারও দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরেছে তারা। নিজেদের ফেরার মৌসুমে একের পর এক চমক দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শহীদ আফ্রিদিকে নিয়োগ দিয়েছে চিটাগং। 

বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছেন আফ্রিদি। পরবর্তীতে সিলেট সুপার স্টারস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন। সব মিলিয়ে ৪৫ ম্যাচের ৩৫ ইনিংসে ব্যাটিং করে ৫৩৯ রান করেছেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার। বল হাতে আফ্রিদি শিকার করেছেন ৫৭ উইকেট।

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কুমিল্লা, ঢাকা গ্লাডিয়েটর্স ও ঢাকায় ডায়নামাইটসের হয়ে শিরোপাও জিতেছেন আফ্রিদি। সবশেষ ২০১৯-২০ মৌসুমে বিপিএলে খেলেছিলেন তিনি। পরবর্তীতে লিজেন্ডস লিগ কিংবা মাস্টার্স লিগের মতো টুর্নামেন্টে নিয়মিত খেললেও পেশাদার ক্রিকেটে দেখা যায় না তাকে।

এবারই প্রথম বিপিএলে ব্র্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যাবে পাকিস্তানের সাবেক অধিনায়ককে। ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পাশাপাশি মেন্টর হিসেবেও কাজ করবেন বলে জানা গেছে। চিটাগংয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি বুমবুম আফ্রিদি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

আফ্রিদির আগে কোচিং স্টাফে যুক্ত করা হয়েছে শন টেইট এবং এনামুল হক জুনিয়রকে। ২০১৩ সালে চিটাগংয়ের হয়ে বিপিএলে খেলেছিলেন টেইট। অস্ট্রেলিয়ার সাবেক পেসার এবার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। তার সহকারী হিসেবে থাকবেন বাংলাদেশের সাবেক স্পিনার এনামুল হক।

চিটাগং কিংসের স্কোয়াড-

সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম।

বিদেশি সরাসরি চুক্তি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো।

ড্রাফট থেকে:শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রাহাম ক্লার্ক, থমাস ও'কনেল, মোহাম্মদ মিঠুন, নাইম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব।