|| ডেস্ক রিপোর্ট ||
নিউজ়িল্যান্ডের বিপক্ষে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল ভারত। পুনর্বাসন শেষ না হওয়ায় তিন টেস্টের এই স্কোয়াডে জায়গা হয়নি মোহাম্মদ শামির। নিউজ়িল্যান্ডের বিপক্ষে সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে জসপ্রীত বুমরাহকে।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ়ে ভারতের যে দল খেলেছিল সেই দলটির সঙ্গে নিউজ়িল্যান্ড সিরিজ়ের দলে তেমন পার্থক্য নেই। তবে সেই দলে কোনও সহ-অধিনায়ক ছিলেন না। এবার বুমরাহ পেলেন সেই গুরুদায়িত্ব।
নিউজ়িল্যান্ড সিরিজ়ে তিন পেসার এবং চার স্পিনার নিয়েছে ভারত। বুমরাহ ছাড়া দলের বাকি দুই পেসার হলেন মোহম্মদ সিরাজ ও আকাশ দীপ। এ ছাড়া স্পিনারের ভূমিকায় থাকছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন এই সিরিজে রিজার্ভ তালিকায় আছেন হার্ষিত রানা। তিনি বাদে ছাড়াও নিতীশ কুমার রেড্ডি, মায়াঙ্ক যাদব এবং প্রসিধ কৃষ্ণকে এই তালিকায় রাখা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ়ে অভিষেক হয় নিতীশ এবং মায়াঙ্কের। তবে হর্ষিতের এখনও অভিষেক হয়নি।
নিউজ়িল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৬ অক্টোবর, ভেন্যু বেঙ্গালুরু। ২৪ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্ট হবে পুনেতে। ১ নভেম্বর নিউজ়িল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলবে ভারত, ভেন্যু মুম্বাই।
নিউজিল্যান্ড সিরিজে ভারত স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), ইয়াশভি জায়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ় খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহম্মদ সিরাজ ও আকাশ দীপ।