|| ডেস্ক রিপোর্ট ||
আগামী মৌসুমের আগে বড়সড় খবর দিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আয়োজকরা। প্রথমবারের মতো জাকজমকপূর্ণ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রতিটি ম্যাচের জন্য আলাদা করে ম্যাচ ফি পেতে যাচ্ছেন ক্রিকেটাররা।
ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করা ক্রিকেটাররা পারিশ্রমিকের বাইরে প্রতি ম্যাচের জন্য এই সাড়ে ৭ লাখ রুপি পাবেন। অর্থাৎ এক আসরে লিগ পর্বের সবগুলো ম্যাচ খেললে নিজের পারিশ্রমিক ছাড়াও আরও ১ কোটি ৫ লাখ রুপি আয় করার সুযোগ পাচ্ছেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) শনিবার এক বার্তায় এই খবর জানিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহ।
তিনি লিখেন, 'আইপিএলের ধারাবাহিক ও চমকপ্রদ পারফরম্যান্স উদযাপনে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আমাদের ক্রিকেটারদের জন্য সাড়ে ৭ লাখ রুপি ম্যাচ ফি ঘোষণা করছি। আইপিএল ও আমাদের ক্রিকেটারদের জন্য এটি নতুন এক যুগ।'
ফ্র্যাঞ্চাইজিগুলো নয়, এই বিশাল অর্থ আসবে আইপিএল আয়োজকদের পক্ষ থেকেই। অংশগ্রহণকারী প্রতিটি দলকে ক্রিকেটারদের ম্যাচ ফি বাবদ একেক আসরে ১২ কোটি ৬০ লাখ রুপি দেয়া হবে।
অর্থাৎ ম্যাচ ফি বাবদ আয়োজকদের খরচ হবে ১২৬ কোটি রুপি। এবারের আইপিএলের মেগা নিলামের আগে আরও কিছু নিয়মে পরিবর্তন আনতে পারে সংশ্লিষ্টরা।