শ্রীলঙ্কা - নিউজিল্যান্ড সিরিজ

গলে ইনিংস ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে শ্রীলঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:22 শনিবার, 28 সেপ্টেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিসের ব্যাটে ছয়শ ছাড়ানো পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা। গলে স্বাগতিকদের বাকি কাজটা সেরে দিয়েছেন স্পিনারারা। সহায়ক উইকেটে নিউজিল্যান্ডের ব্যাটারদের নাভিশ্বাস তুলে ধস নামালেন ৬ উইকেট নেয়া প্রবাথ জয়াসুরিয়া। বাঁহাতি স্পিনারকে সঙ্গ দেয়া নিশান পেইরিসের শিকার ৩ উইকেট। প্রথম ইনিংসে মাত্র ৮৮ রানে গুটিয়ে যাওয়া কিউইরা গলে লড়ছে ইনিংস ব্যবধানে হার এড়াতে। ফলো-অনে পড়ে আবারও ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডকে ইনিংস হার এড়াতে করতে হবে ৩১৫ রান। সফরকারীদের এমন কঠিন সমীকরণে রেখে ইনিংস ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে শ্রীলঙ্কা।

দ্বিতীয় দিনের শেষ বিকেলে মাত্র ২২ রানে ২ উইকেট হারানো নিউজিল্যান্ড সকালে ব্যাটিংয়ে নামার পরই চেপে ধরে লঙ্কানরা। তৃতীয় দিনের তৃতীয় ওভারে জয়াসুরিয়ার বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কেন উইলিয়ামসন। ৭ রান করা ডানহাতি ব্যাটার ফেরার পর ধস নামে কিউই শিবিরে। খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টায় থাকায় রাচিন রবীন্দ্রকে বিদায় করেছেন পেইরিস। ডানহাতি অফ স্পিনারের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি।

নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নামা এজাজ প্যাটেলকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেছেন পেইরিস। ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপসদের যাওয়া-আসার মিছিলে টিকে ছিলেন মিচেল স্যান্টনার। ২৯ রানের ইনিংস খেলা বাঁহাতি ব্যাটারকে পেইরিস ফেরালে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার দুই স্পিনার মিলে নিয়েছেন ৯ উইকেট। বাকি একটি উইকেট শিকার করেছেন পেসার আসিথা ফার্নান্দো।

৫১৪ রানের লিড পেয়ে নিউজিল্যান্ডকে ফলো-অন করায় শ্রীলঙ্কা। দিনের প্রথম সেশনে দ্বিতীয়বারের মতো ব্যাটিংয়ে নামে সফরকারীরা। যেখানে ইনিংসের প্রথম ওভারেই টম লাথামের উইকেট হারায় তারা। পেইরিসের বলে লেগ সাইডে দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন পাথুম নিশানকা। লাঞ্চ থেকে ফেরার পর দ্রুত রান তুলতে থাকেন ডেভন কনওয়ে এবং উইলিয়ামসন। তাদের দুজনের ৯৭ রানের জুটি ভেঙেছেন ধনাঞ্জয়া ডি সিলভা।

শ্রীলঙ্কার অধিনায়কের বলে চান্দিমালের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ৬১ রানের ইনিংস খেলা কনওয়ে। দারুণ ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরির ঠিক আগে আউট হয়েছেন উইলিয়ামসন। অফ স্পিনার পেইরিসের বলে রমেশ মেন্ডিসের হাতে ক্যাচ দেয়ার আগে ৪৬ রান করেছেন তিনি। চারে নেমে খুব বেশিক্ষণ টিকতে পারেনি রাচিন। পেইরিসের বলে বোল্ড হয়ে ফেরার আগে ১২ রান করতে পেরেছেন বাঁহাতি এই ব্যাটার। এর আগে ড্যারিলকে উইকেটে থিতু হতে দেননি জয়াসুরিয়া।

বাঁহাতি স্পিনারের বলে নিশানকার হাতে ক্যাচ দিয়ে গেছেন তিনি। ১২১ রানে ৫ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন ব্লান্ডেল ও ফিলিপস। তারা দুজনে মিলে যোগ করেছেন ৭৮ রান। আলোকস্বল্পতার কারণে দিনের শেষ সেশনের বেশিরভাগ সময়ই খেলা হয়নি। নিউজিল্যান্ড দিন শেষ করেছে ৫ উইকেটে ১৯৯ রান তোলে। যেখানে ব্লান্ডেল ৪৭ এবং ফিলিপস অপরাজিত ৩২ রানে। প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়া পেইরিস দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৩ উইকেট।