আয়ারল্যান্ড - সাউথ আফ্রিকা সিরিজ

আফ্রিকার বিপক্ষে আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলে নেই বালবির্নি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:32 শুক্রবার, 13 সেপ্টেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছিলেন অ্যান্ড্রু বালবির্নি। অধিনায়কত্ব ছাড়ার পর ব্যাট হাতেও সময়টা ভালো যাচ্ছে না টপ অর্ডার এই ব্যাটারের। ছন্দে না থাকায় এবার আয়ার‌ল্যান্ডের টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারালেন তিনি। বালবির্নিকে ছাড়াই সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবেন পল স্টার্লিংরা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আয়ার‌ল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৩৯২ রান করেছেন বালবির্নি। ১২৩.২৩ স্ট্রাইক রেটে রান তোলা ৩৩ বছর বয়সী এই ব্যাটার সেঞ্চুরি না পেলেও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন ১২টি। তবে চলতি বছরে কথা বলছে না তার ব্যাট। এখন পর্যন্ত ১২ ইনিংসে ২৪.৮৩ গড়ে ২৯৮ রান করেছেন ১১৩.৭৪ স্ট্রাইক রেটে।

সবশেষ ইন্টার-প্রোসে লেনস্টার লাইটিংয়ে খেলতে পারেননি বালবির্নি। যেখানে তার অনুপস্থিতিতে ওপেন করেছেন লরকান টাকার। জাতীয় দলে স্টার্লিংয়ের সঙ্গে ওপেন করতে নেমে যেতে পারেন তিনি। টি-টোয়েন্টি দলের টপ অর্ডারকে নতুন করে সাজাতে এমন সিদ্ধান্ত নিয়ে এগোনো হচ্ছে বলে নিশ্চিত করেছেন আয়ারল্যান্ডের নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট।

এ প্রসঙ্গে হোয়াইট বলেন, ‘এই সফরে আমরা আমাদের টি-টোয়েন্টি স্কোয়াডের টপ অর্ডারকে দেখে নেয়ার চেষ্টা করব। আমরা নতুন কিছু সামনে আনার চেষ্টা করছি। এমতাবস্থায় অ্যান্ড্রু বালবির্নি টি-টোয়েন্টি দলের বাইরে থাকছে। আসন্ন সিরিজে আমাদের দুইটি টি-টোয়েন্টি আছে। কিন্তু আমাদের পারফরম্যান্সে লেভেল বাড়াতে এটা বড় একটা সুযোগ তৈরি করে দেবে।’

টি-টোয়েন্টি দলে না থাকলেও সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে খেলবেন বালবির্নি। এদিকে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে আইরিশদের তারকা ব্যাটারের পাশাপাশি প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই জশুয়া লিটল। বর্তমানে চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলছেন বাঁহাতি এই পেসার। স্কোয়াডে সুযোগ মিলেছে ম্যাথু হামফ্রিসের।

ওয়ানডে সিরিজে অভিষেক হওয়ার সম্ভাবনা আছে লেগ স্পিনার গ্যাভিন হইয়ের। অলরাউন্ডার গ্যারেথ ডেলানিকে রাখা হয়েছে শুধুমাত্র টি-টোয়েন্টি স্কোয়াডে। স্টিফেন দোহানি এবং অ্যান্ডি ম্যাকব্রাইন দলের সঙ্গে যোগ দেবেন ওয়ানডে সিরিজের আগে। এদিকে টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরে যাবেন ডেলানি ও রস অ্যাডায়ার। ২৭ ও ২৯ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজ এবং ২, ৪ ও ৭ অক্টোবর ওয়ানডে খেলবে তারা। সবগুলো ম্যাচই হবে আবু ধাবিতে।

আয়াল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড- পল স্টার্লিং, মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, ম্যাথু হামফ্রিস, গ্রাহাম হিউম, নেইল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট এবং ক্রেইগ ইয়ং।

আয়ার‌ল্যান্ডের ওয়ানডে স্কোয়াড- পল স্টার্লিং, মার্ক অ্যাডায়ার, অ্যান্ড্রু বালবির্নি, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন দোহানি, গ্যাভিন হইয়ে, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ডি ম্যাকব্রাইন, নেইল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার এবং ক্রেগ ইয়ং।