|| ডেস্ক রিপোর্ট ||
গুরুতর শারীরিক জটিলতায় ভুগছেন সিমি সিং। লিভারের মারাত্মক সমস্যায় দিন পার করছেন আয়ারল্যান্ডের এই অলরাউন্ডার। পুরোপুরি সেরে উঠতে লিভার প্রতিস্থাপন করাতে হবে তার। দেশটির গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছিল এমনই খবর।
এবার ৩৭ বছর বয়সী সিমি সিংয়ের অসুস্থতার কথা ক্রিকেট আয়ারল্যান্ডের পক্ষ থেকেই বিবৃতি দিয়ে জানানো হয়েছে।
বলেছে, 'আমরা খুব খারাপ খবর পেয়েছি যে, আমাদের বন্ধু সিমি সিং বর্তমানে প্রাণঘাতী স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করছেন। ক্রিকেট আয়ারল্যান্ড এবং বৃহত্তর আইরিশ ক্রিকেট সম্প্রদায়ের পক্ষ থেকে সিমিকে আমাদের শুভকামনা জানাতে চাই এবং তার জন্য আমরা প্রার্থনা করি। তিনি নতুন এক লড়াই শুরু করেছেন।'
আয়ারল্যান্ডের ক্রিকেটার হলেও মূলত 'ভারতীয়' নাগরিক সিমি সিং। বেশ কিছুদিন শারীরিক সমস্যায় ভোগার পর চলতি গ্রীষ্মের শুরুতে চিকিৎসার জন্য ভারতে চলে যান তিনি।
তাকে নিয়ে সাম্প্রতিক সময়ে একটি প্রতিবেদন করেছে টাইমস অব ইন্ডিয়া। যেখানে বলা হয়েছে, গুরগাওয়ের মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন আছেন সিমি সিং। আয়ারল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৩৫ ওয়ানডে ও ৫৩ টি-টোয়েন্টি খেলা সিমি সিংকে তার সহধর্মিণী আগামদীপ লিভারের অংশ দান করবেন।
সিমি সিংয়ের শ্বশুর পারবিন্দর সিং টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, 'খুব শীঘ্রই লিভার প্রতিস্থাপন করা হবে। চিকিৎসকরা আশাবাদী, ইতিবাচক ফল আসবে এবং তাকে নতুন জীবন দেবে।'