অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:57 রবিবার, 18 আগস্ট, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

২০২৫ অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক মালয়েশিয়া। রবিবার আসন্ন এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী বছর ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে চলবে নারী ক্রিকেটারদের এই বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চার গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল সেখানে অংশ নেবে।

বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলবে 'ডি' গ্রুপে। যেখানে তারা সঙ্গী হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডকে। গ্রুপের চতুর্থ দলটি এশিয়া অঞ্চলের বাছাইপর্ব থেকে উঠে আসবে।

মালয়েশিয়ার সেলানগর, জোহর ও সারাওয়াক শহরের ৪টি স্টেডিয়ামে হবে ৪১ ম্যাচ। গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের সবকটি ম্যাচ খেলবে সেলানগরের ইউকেএম ওয়াইএসডি ক্রিকেট ওভাল স্টেডিয়ামে।

বাংলাদেশ এই টুর্নামেন্ট শুরু করবে ১৮ জানুয়ারি। সেদিন তারা এশিয়া অঞ্চলের বাছাই পর্ব পার করে আসা দলটির বিপক্ষে মাঠে নামবে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২০ জানুয়ারি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২২ জানুয়ারি স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। এর আগে ২০২৩ সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব–১৯ নারী বিশ্বকাপ। সেবার ফাইনালে ৭ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল ভারত।

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের গ্রুপিং-

গ্রুপ এ- ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া
গ্রুপ বি- ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র
গ্রুপ সি- নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া, আফ্রিকা বাছাই
গ্রুপ ডি- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, স্কটল্যান্ড, এশিয়া বাছাই