ভারতীয় ক্রিকেট

গম্ভীরকে ‘প্রচলিত কোচ’দের কাতারে রাখছেন না ফ্লাওয়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:34 মঙ্গলবার, 30 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

গৌতম গম্ভীরকে 'প্রথাগত কোচ' বলতে নারাজ অ্যান্ডি ফ্লাওয়ার। জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার ভারতের নতুন হেড কোচকে 'অনুপ্রেরণাদায়ী নেতা' হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন। গম্ভীরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার আলোকে এ কথা বলেছেন ফ্লাওয়ার।

বর্তমানে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হেড কোচের পদে কাজ করছেন ফ্লাওয়ার। একই ভূমিকায় আইপিএলের ২০২২ এবং ২০২৩ মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে ছিলেন তিনি। যেখানে গম্ভীরকে তিনি পেয়েছিলেন দলের মেন্টর হিসেবে।

সেই হিসেবে গম্ভীরের দর্শনের সঙ্গে বেশ ভালোভাবেই পরিচিত ফ্লাওয়ার। ক্রিকেটারদের কাছ থেকে গম্ভীর কীভাবে সেরাটা বের করে আনেন সেটাও কাছে থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে ফ্লাওয়ারের।

সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেন, 'নিশ্চিতভাবেই তার মধ্যে সফল কোচ হওয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে। সে যদিও আদতে কোচিং করায়নি, করিয়েছে? সে আপনার প্রচলিত কোচ নয়। কোচের বদলে তাকে অনুপ্রেরণাদায়ী নেতা হিসেবে ব্যাখা করলে সম্ভবত আরও ভালো হয়।'

ভারতের হেড কোচের দায়িত্ব নেওয়ার আগে পেশাদার কোচ হিসেবে কাজই করেননি গম্ভীর। খেলোয়াড়ি জীবন শেষে প্রতিবারই তাকে দেখা গেছে মেন্টর বা পরামর্শক হিসেবে। আইপিএলে মেন্টর হিসেবে ২০২২ ও ২০২৩ সালে লক্ষ্ণৌর সঙ্গে ছিলেন তিনি।

সেই দুই আসরেই তার দল লক্ষ্ণৌ প্লে-অফ খেলেছিল। এরপর চলতি বছরের আইপিএলে গম্ভীর কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জিতিয়েছেন মেন্টর হিসেবেই।

গম্ভীরকে নিয়ে ফ্লাওয়ার বলেন, 'সে শক্তিশালী মতামত রাখে। সে জানে কী করতে চায়। কঠিন সিদ্ধান্ত নিতে সে পিছিয়ে থাকে না। তার খুব পরিস্কার ধারণা থাকবে যে তার দল কোন ধরনের ক্রিকেট খেলবে।'