|| ডেস্ক রিপোর্ট ||
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সেরা চারে যেতে হলে কলম্বো স্ট্রাইকার্সকে ৪৭ রানের কমে অল আউট করতে হতো ডাম্বুলা সিক্সার্স। ম্যাচ জিতলেও শেষ পর্যন্ত সেটা করতে পারেননি নুয়ান প্রদীপ, চামিন্দু বিক্রমাসিংহেরা। কলম্বোকে ৯৫ রানে থামিয়ে ২৮ রানে জিতলেও প্লে-অফে জায়গা করে নিতে পারেনি তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমানের ডাম্বুলা।
জয়ের জন্য ১২৪ রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কলম্বো। ব্যাট হাতে ব্যর্থতার পাল্লা ভারী করে একে একে সাজঘরে ফিরেছেন রহমানুল্লাহ গুরবাজ, অ্যাঞ্জেলো পেরেরা, মুহাম্মদ ওয়াসিম, গ্লেন ফিলিপসরা। পাওয়ার প্লেতে ৩৭ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা।
এদিকে দলের রান পঞ্চাশ হওয়ার আগেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে কলম্বো। শেষ পর্যন্ত তাদের হারের ব্যবধান কমিয়েছেন থিসারা পেরেরা। অধিনায়কের ৩০ রানের ইনিংসের পর থামতে হয় ৯৫ রানে। তাতে হারতে হয়েছে কলম্বোকে। ডাম্বুলার হয়ে প্রদীপ তিনটি এবং চামিন্দু নিয়েছেন দুটি উইকেট।
এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ডাম্বুলা। ইশিতা বিসান্দেরার বলে ইনসাইড এজ হয়ে গুরবাজের গ্লাভসে ক্যাচ দিয়েছেন রিজা হেনড্রিক্স। আম্পায়ার একটু সময় নিলেও শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার এই ব্যাটারকে আউট দিয়েছেন। তিনে নেমে অবশ্য ভালো শুরুর আভাসই দিয়েছিলেন নুয়ান্দো ফার্নান্দো।
যদিও ইনিংস বড় করতে পারেননি তিনি। বিনুরার শর্ট অব গুড লেংথ ডেলিভারিতে এগোবেন নাকি পেছাবেন এমন দ্বিধায় পড়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন। ৮ বলে ১৫ রান করে নুয়ান্দো ফেরার পর আউট হয়েছেন কুশল পেরেরাও। রান আউটে কাটা পড়েছেন ডাম্বুলার বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটার। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ফিরেছেন হৃদয়।
কয়েক ম্যাচ বেঞ্চে বসে থাকার পর একাদশে ফিরেই ডাক মেরেছেন। বিনুরার শর্ট অব গুড লেংথ ডেলিভারিতে অনেকটা আগেভাগেই পুল করেছিলেন হৃদয়। যার ফলে এজ হয়ে গুরবাজের গ্লাভসে ক্যাচ দিতে হয়েছে। মাত্র ২৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে ডাম্বুলা। অষ্টম ওভারে এসে সাজঘরের পথে হেঁটেছেন মার্ক চ্যাপম্যানও।
দুশান হেমন্থ, আকিলা ধনাঞ্জয়ারাও সুবিধা করতে পারেননি। তবে মোহাম্মদ নবির ৪০ ও চামিন্দু বিক্রমাসিংহের ২৬ রানের কল্যাণে ১২৩ রানে থামে ডাম্বুলা। কলম্বোর হয়ে একাই তিনটি উইকেট নিয়েছেন বিনুরা। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মাথিশা পাথিরানা ও দুনিথ ওয়াল্লালাগে।