এলপিএল

এলপিএলে মুস্তাফিজের ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন হৃদয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:17 বুধবার, 26 জুন, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসরে ডাম্বুলা সিক্সার্সে খেলবেন তাওহীদ হৃদয়। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ডাম্বুলা সিক্সার্স। দলটিতে খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানও।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ছিলেন হৃদয়। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সাত ম্যাচের দুটিতে বরাবর ৪০ রান করেছিলেন তিনি। একটিতে করেছিলেন ৩৭ রান। আফগানদের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশকে সেমিফাইনালে তোলার মিশনে অবশ্য ব্যর্থ হন হৃদয়।

তার ব্যাটে আসে ৯ বলে ১৪ রানের ইনিংস। এ ছাড়া বাকি তিন ইনিংসে এক অঙ্কের বেশি রান করতে দেখা যায়নি হৃদয়কে। আগামী ১ জুলাই এলপিএলের পর্দা ওঠার কথা।

এদিকে ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজিতে হৃদয় যোগ দেওয়ার বহু আগেই অবশ্য মুস্তাফিজুর রহমান এই দলে নাম লেখান। বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদ খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে।

হৃদয় ছাড়াও ডাম্বুলার জার্সিতে মাঠ মাতানোর কথা রয়েছে আফগানিস্তানের মোহাম্মদ নবি, ইব্রাহিম জাদরান, সাউথ আফ্রিকার রিজা হেনড্রিক্স, নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানদের।

ডাম্বুলা সিক্সার্স স্কোয়াড: কুশল পেরেরা, দুশান হেমন্ত, প্রবীন জয়াবিক্রমা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুশারা, মোস্তাফিজুর রহমান, ইব্রাহিম জাদরান, লাহিরু উদারা, আকিলা ধনঞ্জয়া, দানুশকা গুনাথিলাকা, নুয়ানিন্দু ফার্নান্দো, নুয়ান প্রদীপ, রমেশ সিলভা, লাহিরু মাদুশঙ্কা, সোনাল দিনুশা, রিজা হেনড্রিক্স, মার্ক চ্যাপম্যান, সাচিতা জয়াতিলাক, তাওহিদ হৃদয়, নিমেশ ভিমুখতি, মোহাম্মদ নবি, আসাঙ্কা মনোজ ও চামিন্দু বিক্রমাসিংহে।